-14.4 C
Toronto
সোমবার, জানুয়ারী ২৪, ২০২২

‘ক্যাটরিনার ওপর ভিকি আধিপত্য দেখালেই ভেঙে যাবে বিয়ে’

- Advertisement -

ভারতের জয়পুরে প্রাসাদে বিয়ে সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ছবি : সংগৃহীত

অবশেষে ভারতের জয়পুরে প্রাসাদে বিয়ে সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, যা ছিল বলিউডে এই বছরের সবচেয়ে আলোচিত বিয়ে। এই বিয়ে ঘিরে আলোচনার শেষ নেই। এসবের মাঝেই এক ট্যারো কার্ড রিডারের করা ভবিষ্যৎবাণীতে হইচই পড়ে গেছে।

জীভিকা শর্মা নামে এক ট্যারো কার্ড রিডারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন, ভিকির উপর ক্যাটরিনার আধিপত্য জমানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এরকম হলে ভিকির ক্যারিয়ারে উন্নতি ঘটবে। সঙ্গে ভিকি আর ক্যাটের বন্ধন হবে অবিচ্ছেদ্য, যা তাদের সুখী দম্পতি করে তুলবে।

- Advertisement -

ওই ট্যারো কার্ড রিডার আরও জানিয়েছেন, ভিকি আর ক্যাটরিনার সুখী দাম্পত্যের চাবিকাঠি থাকবে তাদের বোঝাপড়ায়। একে-অপরের প্রতি বিশ্বাস, ভরসাই তাদের একসাথে থাকতে সাহায্য করবে। ভিকি খুব হালকা মনের ছেলে হলেও কখনো পারিপার্শ্বিক লোকের কথায় ক্যাটরিনার ওপর আধিপত্য দেখানোর চেষ্টা করতে পারে। আর ভিকির এই পদক্ষেপে ভেঙে যেতে পারে তাদের বিয়েও।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles