30.6 C
Toronto
রবিবার, আগস্ট ৭, ২০২২

‘তুমি শুধু ব্রা পরে নেচেছ?’ নুসরাতের ভিডিও দেখে প্রশ্ন অভিনেত্রীর মা-বাবার!

- Advertisement -

 

‘তুমি শুধু ব্রা পরে নেচেছ?’ নুসরাতের ভিডিও দেখে প্রশ্ন অভিনেত্রীর মা-বাবার! - The Bengali Times
ছবি সংগ্রহ

বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা কিন্তু ধীরে ধীরে ভালই নজর কাড়ছেন। তার উপর সম্প্রতি মুক্তি পাওয়া ‘ছোড়ি’ ছবিতে নুসরাতের অভিনয়ের প্রশংসা খোদ করেছেন অক্ষয় কুমার। দর্শকরা বেশ পছন্দ করেছে এই ছবি। নুসরত ভারুচার বৃহস্পতি এখন তুঙ্গে। কিন্তু এখনও নুসরত ভুলতে পারেননি, প্রথমবার সিনেমার পর্দায় তাঁকে দেখে কী কাণ্ডটাই না করেছিলেন তাঁর মা-বাবা।

সম্প্রতি একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত জানান, সবে তখন মুক্তি পেয়েছে ‘সোনি কি টিটু কি সুইটি’র একটি গান। যেখানে লাল রঙের ব্র্যালেট পরে সিনেপর্দায় রীতিমতো ঝড় তুলেছিলেন নুসরত। এরকম খোলামেলা পোশাকে নুসরাতকে দেখে বলিউডে সেই সময় তুমুল গুঞ্জনও শুরু হয়েছিল। কিন্তু এই গান দেখেই নুসরাতের মা, বাবা ও ঠাকুমা একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন।

নুসরাতের কথায়, ‘খুব উৎসাহ নিয়েই গানটা দেখতে বসেছিলেন আমার মা, বাবা ও ঠাকুমা। গান শুরু হতেই তাঁরা একেবারে হতবাক। গান শেষ হওয়ার পর আমাকে মা ও ঠাকুমা প্রশ্ন করলেন, শুধু ব্রা পরে নেচেছ তুমি? নুসরতের কথায়, মায়ের মুখে এরকম কথা শুনে আমি চমকে উঠেছিলাম। পরে তাঁদের বোঝাই এটা ব্রা নয়। এটা ব্র্যালেট! তবে আমার কথায় খুব একটা স্বস্তি পাননি তাঁরা। বরং আমাকে একটু বাঁকা চোখেই দেখেছেন!’

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles