-13.8 C
Toronto
শনিবার, জানুয়ারী ২২, ২০২২

প্রেমিকার বিয়ে, বরের সামনেই সিঁথিতে সিঁদুর দিলেন প্রেমিক!

- Advertisement -

 

ছবি: সংগৃহীত।

বিয়ের আসরে মঞ্চে বর-কনে। আচার-অনুষ্ঠান শেষে মালাবদলের পালা। এসময় হঠাৎ মঞ্চে উঠে এলেন মুখ ঢাকা এক যুবক। এরপর দিলেন কনের সিঁথিতে সিঁদুর। ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরের এক বিয়ের অনুষ্ঠানে ঘটেছে এমন ঘটনা। এই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

- Advertisement -

হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, ওই তরুণ কনের প্রাক্তন প্রেমিক। তাকে বিয়ে না করায় বিয়ের আসরে এই কাণ্ড ঘটান। ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে প্রথমে কনের মাথায় হাত দেন ওই তরুণ। ঘটনার আকস্মিকতায় কেউ বিষয়টা প্রথমে বুঝে উঠতে পারেননি। তারপর দেখা যায়, আরও কিছুটা সিঁদুর বের করছেন পকেট থেকে। এরপরেই কনে বাধা দেন। সাথে সাথে ছুটে আসেন বাড়ির লোকেরাও। ঠেলে সরিয়ে দেয়া হয় তাকে। এরপর মারমুখী হয়ে ওঠে কনের বাড়ির সদস্যরা।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles