17.5 C
Toronto
বুধবার, মে ৮, ২০২৪

চট্টগ্রাম সমিতি কানাডা ইনকে্র আহবায়ক কমিটির প্রথমসভা

চট্টগ্রাম সমিতি কানাডা ইনকে্র আহবায়ক কমিটির প্রথমসভা - the Bengali Times
গত ৪ ডিসেম্বর শনিবার ৩০৯৮ ডেনফোর্থস্থ চট্টগ্রাম সমিতি কানাডার অস্থায়ী কার্যালয়ে নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়াঁ। কনকনে ঠান্ডা আর করোনার এই বিরূপ পরিস্থিতিতেও ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ৫১জনই উপস্থিত ছিলেন। আলোচ্য বিষয়াবলী ছিল-
১. প্রথম ও দ্বিতীয় সভার আয় ও ব্যয় সংক্রান্ত বিবরণী পেশ।
২. ২০২২ সালের বৎসরব্যাপী অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের বিবরণ এবং এ ব্যাপারে সকলের মতামত গ্রহণ।
৩. আসন্ন বিজয় দিবস পালন।
৪. বিবিধ

অসুস্থতার কারণে অর্থসম্পাদক মোহাম্মদ আরিফ রহমান অনুপস্থিত থাকায় প্রথম ও দ্বিতীয় সভার আর্থিক সংগ্রহ ও ব্যয় সংক্রান্ত বিবরণী পেশ করেন যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হাসান। এই সময়ে তিনি চট্টগ্রাম সমিতি কানাডা ইনকে্র বিশেষত্ব তুলে ধরতে গিয়ে বলেন, সংগঠনের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবংশৃঙ্খলা রক্ষার্থে প্রত্যেকটা অনুষ্ঠানের আয়-ব্যয় এর হিসাব প্রত্যেকটা মেম্বারদেরকে অনুষ্ঠানের পরপরই জানান হবে।
তিনি বিগত অনুষ্ঠানে যারা আর্থিক সহযোগীতা দিয়েছেন, বিশেষ করে মাহবুবুল ইসলাম সাইফুল, মোহাম্মদ এরশাদ, আমিন মিয়া, এমদাদ চৌধুরী, এহসানুল বারী লাবু, মন্জুর চৌধুরী ও মোহাম্মদ হাসানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এরপর সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বৎসরব্যাপী অনুষ্ঠিতব্য কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানমালাগুলো হলো:
১. ২১ ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ২. স্বাধীনতা দিবসপালন ৩. ইফতার মাহফিল আয়োজন ৪. ঈদ পুনর্মিলনী ও তহবিল সংগ্রহ এবং মেজবান ৫. চট্টগ্রাম মেলা ও বলি খেলা ৬. বার্ষিক বনভোজন ৭. পিঠা উৎসব ওআঞ্চলিক গানের অনুষ্ঠান ৯. প্রবারণা/বৌদ্ধ পূর্ণিমা পালন ১০. সরস্বতী পূজাউদযাপন ১১. চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে সেমিনার ১২. কানাডাডে পালন।
ভবিষ্যৎ পরিকল্পনার উপর উপস্থিত অনেকেই তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন। আলোচনায় অংশ নেন যথাক্রমে : ডঃ হারুনুর রশিদ , মাহবুবুল ইসলাম সাইফুল, উজ্জ্বল চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার তপন বড়ুয়া, মোহাম্মদ হাসান, মানস রক্ষিত, হাসান তারিক চৌধুরী, রফিকুল ইসলাম, তানভি হক, নাইমা ফেরদৌসী, মিনহাজ আজম, আমিন চৌধুরী, শেখ জসিম উদ্দিন, শাহ আমানত রিন্টু, সেকান্দর আলী, ডঃ নুরুল হুদা এবং মোহাম্মদ জসিম। এ’প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ ইলিয়াস মিয়া। সবার সম্মতিক্রমে ২০২২ সালের কর্মপরিকল্পনা গৃহীত হয়।
চট্টগ্রাম সমিতি কানাডা ইনকে্র আহবায়ক কমিটির প্রথমসভা - the Bengali Times
সমিতির অস্থায়ী কার্যালয়ে আগামী ১৮ ডিসেম্বর শনিবার, সন্ধ্যা ৬ টায় মহানবিজয় দিবস পালনের দিন ধার্য করা হয়। বিজয় দিবস পালন উপলক্ষে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন : আহবায়ক – মোহাম্মদ হাসান, সদস্য সচিব -তানভি হক, সদস্যবৃন্দরা হলেন যথাক্রমে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মাহবুবুল ইসলাম সাইফুল, শেখ জসিম উদ্দীন, মানস রক্ষিত, উজ্জ্বল চৌধুরী, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী তপন বড়ুয়া, মন্জুর চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন , মনিরুল ইসলাম, এবং নাঈমা ফেরদৌসী।
এই ছাড়াও সভায় আগামী বৎসরের বর্ষপঞ্জি প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়। তত্ত্বাবধানে থাকবেন যথাক্রমে : মাহবুবুল ইসলাম সাইফুল, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ হাসান এবং মনজুর চৌধুরী।
পরিশেষে সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সকলকে তাদের মূল্যবান সময়ের জন্যে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি ইলিয়াস মিয়া তার বক্তব্যে এককালীন ১০০ ডলার প্রদানের মাধ্যমে স্থায়ী সদস্য সংগ্রহের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে প্রত্যেক সদস্যের পরিবারকে অন্তর্ভুক্ত করে সকলের সমন্বিত উদ্যোগে নন্যূতম এক সহস্র আজীবন সদস্য সংগ্রহের আশাবাদ ব্যক্ত করেন। সংগৃহীত এই চাঁদা সংগঠনের তহবিলে সঞ্চিত থাকবে। অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে মোহাম্মদ এরশাদ, কাওসার সুমন, শওকত আলী, লাবু, ধ্রুব সহ সবাকে ধন্যবাদ দেন।
সর্বশেষে সদস্যসচিব মনজুর চৌধুরীর সৌজন্যে এবং এহসানুল বারী লাবুর ব্যবস্থাপনায় সুস্বাদু রাতের খাবার পরিবেশন করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles