-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

চিন্ময়ের খাবার নিয়ে যে তথ্য প্রকাশ করলেন জেল সুপার

চিন্ময়ের খাবার নিয়ে যে তথ্য প্রকাশ করলেন জেল সুপার - the Bengali Times
সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রাম কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গেই রয়েছেন। বুধবার খেয়েছেন নিরামিষ। জেল থেকেই এ খাবার সরবরাহ করা হয়েছে। রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন এ তথ্য জানান। আদালত চিন্ময় কৃষ্ণকে কারাগারে ডিভিশন প্রদানের নির্দেশ দিলেও কাগজপত্র না পাওয়ায় গতকাল পর্যন্ত তাকে ডিভিশন দেওয়া হয়নি বলে জানা গেছে। সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হলেও কোন ভবনে রয়েছেন, নিরাপত্তার স্বার্থে সেই তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন এই কর্মকর্তা।

রাত পৌনে ৯টায় সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন যুগান্তরকে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ কারাগারে নিরাপদে আছেন। ভালোই আছেন। একটু আগে আমি তার সঙ্গে দেখা করে এসেছি। তিনি সুস্থ রয়েছেন। ধর্ম মতে যেসব খাবার তিনি খান সেগুলো জেল থেকে সরবরাহ করা হচ্ছে। যেহেতু বাইরের খাবার এখানে এলাও না। তার সঙ্গে আইনজীবী বা ভক্তদের কেউ দেখা করেননি। দেখা করার জন্য কেউ আবেদনও করেননি।’

- Advertisement -

চিন্ময় কৃষ্ণকে সোমবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতে হাজির করে জামিন চাওয়া হয়। কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই সঙ্গে ডিভিশন প্রদান এবং ধর্মীয় মতে খাবার সরবরাহ করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। ভক্তদের বিক্ষোভ ও প্রতিবন্ধকতা সরিয়ে ওইদিন বিকালে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles