9.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

আমার জন্য শোকের মাস

আমার জন্য শোকের মাস - the Bengali Times
আমার জন্য শোকের মাস

নভেম্বর মাস আমার জন্য শোকের মাস। এই মাসের দুটি ভিন্ন তারিখে আমরা ভাইবোনেরা হারিয়েছি আমাদের মা-বাবাকে আর গতকাল রাতে (১৮ নভেম্বর ২০২৪) হারালাম বড় বোনের স্বামী আমাদের দুলাভাই -ডা: সিরাজুল হক কে ((ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডা: সিরাজুল হক আমাদের বড় ভাই এর মত ছিলেন। ধর্মপরায়ন এই মানুষটি প্রায় ৪ বৎসর যাবৎ অসুস্থ্য থাকার পর চিকিৎসাধীন অবস্থায় খুলনার সিটি মেডিকেল হাসপাতালে মারা গেছেন।

- Advertisement -

ডা: সিরাজুল হক ঢাকা মেডিকেল কলেজে লেখা পড়া করেছেন ৬০ দশকের মাঝামাঝি সময়ে। পরবর্তীতে তিনি খুলনা বিভাগে চাকরী করতেন এবং ৭০ দশকে ১০ বৎসর লিবিয়াতে চাকরী করেছেন।

আমার জন্য শোকের মাস - the Bengali Times

খুলনাতে তার বড় মেয়ে ডা: মিষ্টি এবং জামাতা অর্থপেডিক সার্জন ডা: আব্দুল কাদের থাকেন। তাদের এবং আমার বোনের অশেষ যত্নে তিনি ছিলেন। তবে ধীরে ধীরে তিনি শুকিয়ে যাচ্ছিলেন এবং না খাওয়ার জন্য আরো দূর্বল হয়ে পড়ছিলেন। এক পর্যায়ে সিটি মেডিকেলে লাইফ সাপোর্টে থাকতে হয় তাকে কয়েকদিন।

নভেম্বরের ১৮ তারিখে দুলাভাই, ২৪(১৯৮৮) তারিখে আমার আব্বা আর ২৯(২০০৫) তারিখে মা চলে গিয়েছেন না ফেরার দেশে। আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে জান্নাতে ঠাই দিয়েছেন-আমীন।

 

ইয়েলোনাইফ, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles