8.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

গর্ভপাত নিয়ে লিবারেলদের সঙ্গে লড়াইয়ে লুইস

গর্ভপাত নিয়ে লিবারেলদের সঙ্গে লড়াইয়ে লুইস - the Bengali Times
গর্ভপাতবিরোধী সংগঠনগুলোর দাতব্য মর্যাদা বাতিলে লিবারেল সরকারের পরিকল্পনার প্রতিবাদ জানাতে অটোয়ায় আয়োজিত সমাবশে নিজের এ পরিকল্পনার কথা ঘোষণা করেন অন্টারিওর প্রতিনিধি লুইস

গর্ভপাতের বিরোধিতা করায় দাতব্যে স্বীকৃতি হারানোর ঝুঁকিতে পড়া একটি প্রেগনেন্সি সেন্টারে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আমন্ত্রণ জানাবেন বলে ঘোষণা দিয়েছেন কনজার্ভেটিভ এমপি লেসলিন লুইস। পার্লামেন্ট হিলে এমপি হিসেবে এটাই হবে তার প্রথম কাজ।

গর্ভপাতবিরোধী সংগঠনগুলোর দাতব্য মর্যাদা বাতিলে লিবারেল সরকারের পরিকল্পনার প্রতিবাদ জানাতে অটোয়ায় আয়োজিত সমাবশে নিজের এ পরিকল্পনার কথা ঘোষণা করেন অন্টারিওর প্রতিনিধি লুইস।
নির্বাচনী প্রচারণাকালে জাস্টিন ট্রুডো নারীদের অধিকার ও গর্ভকালীন সময়ের সব পর্যায়ে তাদের প্রাপ্য সম্পর্কে অসৎ পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠানের দাতব্য মর্যাদা বাতিলের প্রতিশ্রুতি দেন।

- Advertisement -

লুইস এক বিবৃতিতে বলেন, সংসদ সদস্য হিসেবে আমি লিবারেল পার্টির নারী বিদ্বেষী অবস্থানে বিরোধিতা করে যাবো।
দ্য কানাডিয়ান প্রেস জানান, গর্ভপাতবিরোধী জাতীয় সংগঠন ক্যাম্পেইন ফর লাইফ জাস্টিন ট্রুডোর প্রতিশ্রুতির বিরুদ্ধে জনমত তৈরির কাজ করছে। বুধবার তারা লুইসসহ অন্য এমপিদের সামনে কনজার্ভেটিভ পার্টির সোশ্যাল কনজার্ভেটিভদের পিটিশন উপস্থাপন করে।

এই এমপিদের একজন আলবার্টার আর্নল্ড ভিয়েরসেন। তিনি বলেন, প্রস্তাবটির বিরুদ্ধে তারা সংসদে লড়াই চালিয়ে যাবেন।
তবে এ লড়াইয়ে কনজার্ভেটি নেতা এরিন ও’টুলের সমর্থন কতটা পাওয়া যাবে সে ব্যাপারে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। বৃহস্পতিবার এ ব্যাপারে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন, প্রজনন অধিকারের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি মনে করি স্বাস্থ্যের বিষয়টি রাজনীতিকিকরণ উচিত নয়। কারও যদি এমন কোনো সমস্যা থেকে থাকে তা সে মাদকাসক্ত হোক বা গৃহহীন অথবা নারীর পছন্দের হোক আমাদের উচত সবাইকে এক জায়গায় আনা। বিভাজন সৃষ্টি করা উচিত নয়। সেটাই চেষ্টা করবে কনজার্ভেটিভ পার্টি।

- Advertisement -

Related Articles

Latest Articles