11.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ইথিওপিয়া থেকে কানাডিয়ানদের দেশে ফেরার আহ্বান

ইথিওপিয়া থেকে কানাডিয়ানদের দেশে ফেরার আহ্বান - the Bengali Times
পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি শুক্রবার সকালে এক বিবৃতিতে বলেন কানাডার নিরাপত্তা পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে করে কানাডা খুবই উদ্বিগ্ন

ইথিওপিয়ার পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় যেসব কানাডিয়ান এখনও সেখানে রয়েছেন তাদেরকে তৎক্ষণাৎ দেশে ফেরার আহ্বান জানিয়েছে ফেডারেল সরকার।

পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি শুক্রবার সকালে এক বিবৃতিতে বলেন, কানাডার নিরাপত্তা পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে করে কানাডা খুবই উদ্বিগ্ন। ১৮ নভেম্বর থেকে আমরা কানাডিয়ানদের ইথিওপিয়ায় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে আসছি। যেসব কানাডিয়ান সেখানে রয়েছেন নিরাপদ মনে হলে দ্রুত তাদেরকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।
পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে বাণিজ্যিক ফ্লাইট সীমিত হয়ে পড়তে পারে। বিদেশে কানাডিয়ানদের নিরাপত্তার দায়িত্ব তাদের নিজেদের এবং পরিস্থিতির ভিত্তিতে তাদের নিজেদের ও পরিবারের জন্য সর্বোত্তম সিদ্ধান্তটাই নেওয়া উচিত।

- Advertisement -

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় কানাডার দূতাবাস এখনও খোলা আছে। তবে কনস্যুলার সেবা সীমিত করে আনা হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে কানাডিয়ানদের উদ্ধারকারী ফ্লাইটের জন্য অপেক্ষা করে থাকা উচিত হবে না বলে জানান জোলি।

কর্মকর্তারা নভেম্বরের গোড়ার দিকে এক সতর্ক বার্তায় ইথিওপিয়ার নিরাপত্তা পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে বলে উল্লেখ করেছিলেন। সেখানকার উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ গত এক বছরে জোরালো হয়েছে।
এই সংঘাতে উভয় পক্ষের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জাতিসংঘের হিসাবে, সংঘাতে এখন পর্যন্ত ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles