6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - the Bengali Times

শায়লা শিকদার ছবি সংগৃহীত

রাজধানীর লালবাগে একটি বাসা থেকে শায়লা শিকদার (২২) নামের ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর উদ্ধার করেছে পুলিশ। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

- Advertisement -

শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে। শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতিও ছিলেন।

শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় সাবলেট রুমে থাকতেন তিনি। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান।

এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা। পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে বিকেল পৌনে ৪টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles