7.9 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সরকার: মান্না

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সরকার: মান্না - the Bengali Times
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, খালেদা জিয়াকে এই সরকার এখন তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। চিকিৎসকরা বলেছেন, কয়েকদিন ধরে খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টির এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -

মান্না আরও বলেন, চিকিৎসকরা খালেদা জিয়ার একটা অপারেশন করেছিলেন। সেই সময় তার একটা নার্ভ ছিঁড়ে যায়। সেটা ঠিকমতো কাজ করছে। কিন্তু এই সার্পোটটা সাময়িক। ওই চিকিৎসার জন্য যে যন্ত্রপাতি দরকার, তা বাংলাদেশে নেই। প্রধানমন্ত্রী এ বিষয় নিষ্ঠুর রসিকতা করে বলেছেন, খালেদার জন্য যতটুকু দরকার করেছি। কিন্তু বাস্তবতা হলো, এ দেশে প্রধানমন্ত্রীর কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না।

তিনি বলেন, আইন মানুষের জন্যই, মানুষ আইনের জন্য নয়। নব্বইয়ে আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না। পরবর্তী সময়ে সেটা আইনে অন্তর্ভুক্ত করা হয়। সংবিধান যদি পরিবর্তন করা যায়, তাহলে একজন মানুষের চিকিৎসা কেন করা যাবে না।

মান্না বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এখন বিবর্ণ। কারও কোনো কথা বলার সাহস নেই। আর যদি বলেনও আর তা যদি সরকারের পছন্দ না হয়, উঠিয়ে নিয়ে যাবে তাকে। এরপর হয়তো কোথাও মরদেহ পাওয়া যাবে, আর আপনি তার বিচারও চাইতে পারবেন না।

তিনি বলেন, এ দেশে গত দেড় বছরে করোনার সময়ে প্রায় তিন কোটি ৪০ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে নেমেছে। পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা এত উন্নতি করি, সেটা চোখে পড়ে না আপনাদের কাছে। আবার তিনিই বলেন, এই উন্নতির ফলাফল ১০ শতাংশ লোকই ভোগ করেছে, বাকি ৯০ শতাংশ মানুষের কাছে যায়নি। কোনো কোনো মন্ত্রী বলেন, আমরা উন্নয়নের রোল মডেল আর বিমান দিয়ে যাওয়ার সময় দেশকে সিঙ্গাপুর, লস অ্যাঞ্জেলেস দেখেন, আর সাধারণ মানুষ বলে এটা লস বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনার বাংলা পার্টির উপদেষ্টা আবুল কাশেম ফজলুল হক ও সোনার বাংলা পার্টির সভাপতি শাহ আব্দুর নুর।

- Advertisement -

Related Articles

Latest Articles