7.7 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারতের ক্রিকেটারদের খাবার মেন্যুতে ‘হালাল মাংস’, তোপের মুখে বোর্ড

ভারতের ক্রিকেটারদের খাবার মেন্যুতে ‘হালাল মাংস’, তোপের মুখে বোর্ড - the Bengali Times
টিম ইন্ডিয়া ছবি সংগৃহীত

ভারতীয় ক্রিকেটারদের খাবার মেন্যুতে ‘হালাল মাংস’ রাখায় তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড -বিসিসিআই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে ভারত দল এখন কানপুরে। বায়ো-বাবলের মধ্যে টিম হোটেলেই থাকতে হবে দুই দলের ক্রিকেটারদের। সেখানে নির্দিষ্ট কিছু খাবার খেতে হবে তাদের। জানা গেছে, বায়ো-বাবলে থাকাবস্থায় ভারতীয় ক্রিকেটাররা মিনি ব্রেকফাস্ট, লাঞ্চ, টি টাইম স্ন্যাক এবং ডিনারের মেন্যুর সুযোগ-সুবিধা পাবেন।

- Advertisement -

ঠিক করা এসব মেন্যুতে নাকি শূকরের মাংস রাখা হয়নি, নেই গরুর মাংসও। তবে উল্লেখ রয়েছে ‘হালাল মাংস’ নামে একটি খাবারের। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

ভারত দলে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই খেলেন। সেখানে কেন হালাল মাংস নামে কোনো কিছুর উপস্থিতি থাকবে? যা কি না আবার ভারতের মূল ধর্মাবলম্বীদের জন্য নিষিদ্ধ। এ ব্যাপারটি ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে বলে মত অনেকের।

নেটিজেনদের দাবি, এভাবে ক্রিকেটারদের হালাল মাংস খাইয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যার কারণে পুরো দেশে তৈরি হতে পারে সাম্প্রদায়িক সমস্যা।

আরও পড়ুন: বাঘিনীদের রানের পাহাড়ে চাপা পড়ল যুক্তরাষ্ট্র

সৌরভ গাঙ্গুলী এখন ভারত ক্রিকেট বোর্ডের সভাপতি। তাই তাকেই এর পেছনে দায়ী করছেন ভারতের নাগরিকরা। এবারই প্রথম নয়, এর আগেও বিরাট কোহলিদের খাবার মেন্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles