1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

৫জি নেটওয়ার্কের সঙ্গে থাকছে না হুয়াওয়ে?

৫জি নেটওয়ার্কের সঙ্গে থাকছে না হুয়াওয়ে? - the Bengali Times
হুয়াওয়ে কানাডার কর্পোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট আলিখান ভেলশি বলেন সারা বিশে^ ১৮০টি দেশে আমরা যন্ত্রাংশ বিক্রি করছি

পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক নীতি উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে লিবারেল সরকার। তবে এর সঙ্গে চীনা ভেন্ডর হুয়াওয়ে টেকনোলজিসকে না রাখার ইঙ্গিত দেখতে পাচ্ছেন বৈশি^ক নিরাপত্তা বিশেষজ্ঞরা।

পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক জনগণকে দ্রুতগতির যোগাযোগের পাশাপাশি বিপুল পরিমাণ ডাটা সক্ষমতার সুযোগ এনে দেবে। কারণ, অধিক সংখ্যক বস্তু ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ায় এবং ভার্চুয়াল রিয়েলিটি, গেমিং ও স্বচালিত গাড়ির মতো নতুন নতুন উদ্ভাবন ডাটার বিপুল চাহিদা তৈরি করেছে।

- Advertisement -

তবে ৫জি নেটওয়ার্ক অবকাঠামো তৈরির কাজে হুয়াওয়েকে না রাখতে লিবারেল সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে বিরোধী কনজার্ভেটিভ পার্টি। তাদের যুক্তি, এর ফলে কানাডিয়ান জনগণের ওপর সহজেই গুপ্তচরবৃত্তির সুযোগ পাবে বেইজিং।
যদিও হুয়াওয়ের দাবি, তারা একটি স্বাধীন কোম্পানি এবং বেইজিংসহ কারো পক্ষেই গুপ্তচরবৃত্তিতে নেই তারা। হুয়াওয়ে কানাডার কর্পোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট আলিখান ভেলশি বলেন, সারা বিশে^ ১৮০টি দেশে আমরা যন্ত্রাংশ বিক্রি করছি। প্রত্যেক দেশের আইন আমরা মেনে চলতে বাধ্য। আমরা যদি তা লঙ্ঘন করতাম তাহলে আমাদের বিক্রি একটিমাত্র দেশেই সীমাবদ্ধ থাকতো।

ইউনিভার্সিটি অব অটোয়ার অ্যাডজাঙ্কট প্রফেসর ও সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভার্ন্যান্স ইনোভেশনের সিনিয় রিসার্চ ফেলো ওয়েসলি ওয়ার্ক বলেন, কোম্পানিটি চীন সরকারের সঙ্গে এতোটাই ঘনিষ্ঠ যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যা খুশি করার সুযোগ তাদের নেই। এজন্য তাদের বিকল্প ভাবতে হবে।

ভেলশি বলেন, ৫জি নীতিতে সরকার যে সিদ্ধান্তই নিক না কেন তা ‘রাজনীতি নয়, প্রযুক্তির ভিত্তিতে’ হবে বলে আমরা প্রত্যাশা করি। টেলিকম অপারেটরদের নেটওয়ার্ক সরঞ্জামের বাইরেও কানাডার ১ হাজার ৬০০ কর্মী গবেষণা ও উন্নয়ন এবং পণ্য বাজারজাতকরণের কাজে নিয়োজিত আছেন। বাস্তবতা হলো, কানাডায় আমাদের ব্যবসা বহুমুখী। এ কারণেই কানাডায় আমরা স্মার্টফোন, ইয়ারবার্ড ও ল্যাপটপ বিক্রি করছি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles