14.3 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

কানাডায় ভোক্তা দেউলিয়াত্ব বেড়েছে

কানাডায় ভোক্তা দেউলিয়াত্ব বেড়েছে - the Bengali Times
গত বছরের একই সময়ের তুলনায় কানাডায় দেউলিয়াত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছেছবিএলসি টেইলর

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় কানাডায় দেউলিয়াত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিল পরিশোধে অপারগ ভোক্তার সংখ্যা বেড়ে যাওয়াই এর কারণ।

অফিস অব দ্য সুপারিন্টেডেন্ট অব ব্যাংকরাপ্টসির পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় প্রান্তিকে দেউলিয়াত্বের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৪৯টি। গত বছরের একই প্রান্তিকে সংখ্যাটি ছিল যেখানে ২১ হাজার ৩৩৫। এছাড়া ঋণ মীমাংসার প্রস্তাব গত বছরের তৃতীয় প্রান্তিকের ১৩ হাজার ৬৬৮টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৯টিতে। এর কারণ মূলত ভোক্তা দেউলিয়াত্¦ বৃদ্ধি। ভোক্তা দেউলিয়াত্ব তৃতীয় প্রান্তিকে বেড়ে হয়েছে ২১ হাজার ১১৩টি। গত বছরের একই প্রান্তিকে যেখানে সংখ্যাটি ছিল ২০ হাজার ৭০৭।

- Advertisement -

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেউলিয়াত্বের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬টি। গত বছরের একই প্রান্তিকে এ সংখ্যা ছিল ৬২৮টি। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দেউলিয়াত্বের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬টি, এক বছর আগে সংখ্যাটি যেখানে ছিল ৫০৩টি। একইভাবে দেউলিয়াত্বের প্রস্তাব গত বছরের তৃতীয় প্রান্তিকের ১২৪টি থেকে কমে দাঁড়িয়েছে ১২০টিতে।

- Advertisement -

Related Articles

Latest Articles