16.7 C
Toronto
সোমবার, জুন ১৭, ২০২৪

সুইমিং পুলে দুই কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

সুইমিং পুলে দুই কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

টরন্টোর এক ব্যক্তির বিরুদ্ধে স্কারবোরো একটি সরকারি সুইমিং পুলে দুই কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ১১ মে এ ঘটনা ঘটে।

- Advertisement -

১৪ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টরন্টো পুলিশ জানিয়েছে, ১১ মে বির্চমাউন্ট রোড এবং ড্যানফোর্থ এভিনিউ এলাকায় যৌন নির্যাতনের খবর পান কর্মকর্তারা।

তদন্তকারীদের অভিযোগ, সন্দেহভাজন ব্যক্তি বির্চমাউন্ট কমিউনিটি সেন্টারের সুইমিং পুলে নেমে দুই কিশোরীর দিকে এগিয়ে যান এবং তাদেরকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় মোহাম্মদ আবদুল করিম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের দুই কাউন্ট এবং যৌন হস্তক্ষেপের দুই কাউন্ট অভিযোগ দায়ের করা হয়েছে। ১২ সকাল ১০টায় তাকে আদালতে উপস্থাপনের কথা ছিল।

হালনাগাদ তথ্য হিসেবে তদন্তের অভিযুক্তের ছবি প্রকাশ করেছে পুলিশ। তারা বলেছে, এ ধরনের আরও ভুক্তভোগী থাককতে পারে বলে বিশ^াস করার মতো যুক্তি রয়েছে তদন্তকারীদের কাছে। কারও কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৭৪৭৪ নাম্বারে যোগাযোগের আহ্বান জানিয়েছে পুলিশ

- Advertisement -

Related Articles

Latest Articles