15.1 C
Toronto
বুধবার, মে ২৯, ২০২৪

টর্নোডোকে সাক্ষী রেখে প্রেম নিবেদন

টর্নোডোকে সাক্ষী রেখে প্রেম নিবেদন
ছবি সংগৃহীত

পেছনে বইছে প্রবল বাতাস। একটু পরই শুরু হবে ভয়াবহ টর্নেডো। এমন সময় প্রেমিককে হাঁটুগেড়ে আংটি দিয়ে প্রেম নিবেদন করলেন এক প্রেমিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বাতাসের কুণ্ডলি সামনে রেখে প্রেমিকার আংটি পরেন ওই প্রেমিক। এ সময় তাদের দুজনকেই বেশ উচ্ছ্বসিত দেখা যায়। আংটি পরার পর লাফিয়ে প্রেমিকার কোলেও উঠে যেতে দেখা যায় ওই প্রেমিককে।

- Advertisement -

এ ঘটনা যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের। এক্সে জুনিপার ব্ল্যাক এই ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, আমি আজ আমার পার্টনারকে প্রপোজ করলাম!!টর্নেডো দেখে আমরা গাড়ি থামিয়ে দিয়েছি। সবসময় আমার শখ ছিল ঝড়ের সামনে প্রেমের প্রস্তাব করবো। তা আজ সত্যি হয়েছে। এমন সুযোগ পাবো কখনো ভাবিনি।

সামাজিক মাধ্যমে এক্সে ভিডিওটি ভাইরাল হয়েছে। এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। কমেন্টে এ জুটির জন্য শুভকামনা প্রকাশ করেছেন অনেকে।

একজন লিখেছেন, কত সুন্দর প্রেম! আরেকজন লিখেছেন, খুবই চমৎকার একটি দৃশ্য। যেন কোনো মুভির অংশ।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে ওই টর্নেডোতে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে এবং বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে এমন টর্নেডো প্রায়ই হয়ে থাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles