17 C
Toronto
সোমবার, মে ২৭, ২০২৪

ঋণ নিয়ে উদ্বেগ কমলেও অনেক কানাডিয়ান এখনো চাপে

ঋণ নিয়ে উদ্বেগ কমলেও অনেক কানাডিয়ান এখনো চাপে
এমএনপির প্রেসিডেন্ট গ্র্যান্ট বাজিয়ান

সুদের হার কমানোর সম্ভাবনা দেখা দেওয়ায় কিছু কানাডিয়ান কিছুটা হলেও বেশি আশাবাদ অনুভব করছেন বলে জানিয়েছে এমএনপি লিমিটেড। ইনসলভেন্সি ফার্মটির কনজ্যুমার ডেট ইনডেক্স সূচকে ১২ মাস নি¤œ থাকার পর ২০২৪ সালের প্রথম প্রান্তিকে স্কোরে লক্ষ্যণীয় উন্নতি দেখা যাচ্ছে।

এক-চতুর্থাংশের বেশি কানাডিয়ান বলছেন, তাদের বর্তমান ঋণ পরিস্থিতি এক বছর আগের চেয়ে ভালো দেখছেন তারা। গত প্রান্তিকের তুলনায় কিছুটা কম কানাডিয়ান পরিবার অর্থাৎ ৪১ শতাংশ বলেছে, বর্তমান ঋণ নিয়ে তারা উদ্বিগ্ন।

- Advertisement -

এমএনপির প্রেসিডেন্ট গ্র্যান্ট বাজিয়ান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, পরিস্থিতি আর আগের চেয়ে অতটা খারাপ নয়। এটাই সর্বশেষ প্রতিবেদনের মূল বিষয়। ভোক্তা অনুভূতিতে উন্নতি সত্ত্বেও কানাডিয়ান পরিবারগুলো এখনো চাপ অনুভব করছে। মর্টগেজ নবায়ন আসন্ন হওয়ায় এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকায় এই চাপ অনুভব করছেন তারা।
সমীক্ষায় অংশ নেওয়া অর্ধেক উত্তরদাতা বলেছেন, এমএনপির ভাষায় সামাজিক সংকোচন নিয়ে তারা উদ্বিগ্ন। এর অর্থ হচ্ছে, জীবনযাত্রায় অথবা সামাজিক বাধ্যবাধকতাগুলোয় ব্যয় করার ব্যাপারে তারা উদ্বিগ্ন।

বাজিয়ান বলেন, জন্মদিন হোক বা বিবাহ, গ্র্যাজুয়েশন অথবা পারিবারিক উৎসবের ব্যয় নিয়ে নিরুৎসাহিত কিছু লোক আরও অর্থকষ্টের দিকে চলে যেতে পারেন। কারণ, এসব অনুষ্ঠানে অংশগ্রহণের সামর্থ্য তাদের নেই।

ঋণ পরিশোধের সামর্থ্য নিয়ে আগের চেয়ে কম সংখ্যক কানাডিয়ান উদ্বেগের কথা জানিয়েছেন। কিন্তু প্রায় অর্ধেক উত্তরদাতা বলেছেন, আর্থিক বাধ্যবাধকতাগুলো পূরণে ব্যর্থ হওয়ার জন্য ২০০ ডলার বা তা কিছু কম অর্থ থেকে পিছিয়ে আছে তারা। সর্বশেষ প্রতিবেদন থেকে সংখ্যাটিতে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে উচ্চ মূল্যস্ফীতি লক্ষ্যণীয়ভাবে কমে আসায় এ বছর সুদের হার কর্তনের পথে রয়েছে ব্যাংক অব কানাডা।

- Advertisement -

Related Articles

Latest Articles