9 C
Toronto
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ইরানের এক রাতের হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ ১৩৫ কোটি মার্কিন ডলার

ইরানের এক রাতের হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ ১৩৫ কোটি মার্কিন ডলার
ছবি সংগৃহীত

দুই দিন আগে ইরানের ড্রোন এবং মিসাইল হামলা ঠেকাতে ১.৩৫ বিলিয়ন ডলার খরচ করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরনোথের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি।

ইসরায়েলের সেনাপ্রধানের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল র‍্যাম আমিনাশকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, শনিবার ইরানের রাতভর হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় আনুমানিক চার থেকে পাঁচ বিলিয়ন শেকেলস (ইসরায়েলি মুদ্রা), ডলারে যা ১.০৫ থেকে ১.৩৫ বিলিয়ন।

- Advertisement -

জেনারেল র‍্যাম আমিনাশ বলেন, এই অর্থ শুধু ইরানের হামলা প্রতিহত করার ব্যয়। এখানে ক্ষয়ক্ষতির ব্যয় অন্তর্ভুক্ত হয়নি।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহৃত এক একটি ‘অ্যারো’ ইন্টার্সেপ্টর মিসাইলের দাম ৩.৫ মিলিয়ন ডলার। আর প্রতিটি ‘ম্যাজিক উন্ড’ ইন্টার্সেপ্টর মিসাইলের দাম এক মিলিয়ন ডলার। এছাড়া ড্রোন আটকাতে অংশ নেওয়া বিভিন্ন ধরনের বিমান পরিচালনার খরচ তো রয়েছেই।

গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেট হামলা চালায় ইসরায়েল। এতে দুই শীর্ষ সামরিক কর্মকর্তাসহ সাতজন নিহত হয়। এর জবাবে শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান।

- Advertisement -

Related Articles

Latest Articles