0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

চট্টগ্রামে এস আলমের তেলের মিলে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে এস আলমের তেলের মিলে অগ্নিকাণ্ড - the Bengali Times
প্রতীকী ছবি

চট্টগ্রামে এস আলম গ্রুপের চিনির ‍গুদামের পর এবার তেলের মিলে মিলে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

আজ শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মইজ্জারটেক এলাকায় অবস্থিত মিলে আগুনের সূত্রপাত হয়।

- Advertisement -

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক সূত্রে এ তথ্য জানা যায়।

তিনি বলেন, মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করছে।
অবশ্য আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৪ মার্চ বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ নম্বর গুদামে আগুন লাগে। ছয় দিন পর সেই আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। গুদামটিতে এক লাখ ১৬ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনির মজুত ছিল বলে দাবি করা হয়েছিল; যার মধ্যে ৮০ শতাংশ চিনি রক্ষা করা গেছে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles