7.5 C
Toronto
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ফেব্রুয়ারিতে বাড়ি নির্মাণকাজ বেড়েছে ১৪%

ফেব্রুয়ারিতে বাড়ি নির্মাণকাজ বেড়েছে ১৪%
বছরওয়ারি পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ফেব্রুয়ারিতে টরন্টোতে বাড়ি নির্মাণকাজ শুরু করার হার আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়েছে

চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কানাডায় বাড়ি নির্মাণকাজ শুরু করার হার ১৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন।

জাতীয় আবাসন সংস্থাটি বলছে, মৌসুমি সমন্বয়ের পর ফেব্রুয়ারিতে বাড়ি নির্মাণকাজ শুরুর বার্ষিক হার ছিল ২ লাখ ৫৩ হাজার ৪৬৮ ইউনিট। জানুয়ারিতে সংখ্যাটি ছিল যেখানে ২ লাখ ২৩ হাজার ১৭৬টি।

- Advertisement -

বছরওয়ারি পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ফেব্রুয়ারিতে টরন্টোতে বাড়ি নির্মাণকাজ শুরু করার হার আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। ভ্যানকুভারে এ হার ৮২ শতাংশ। মাল্টি-ইউনিটের নির্মাণকাজ শুরু বেশি হওয়াই এর কারণ।

তবে মন্ট্রিয়লের প্রকৃত বাড়ি নির্মাণকাজ শুরু করার হার ৯ শতাংশ হ্রাস পেয়েছে। মাল্টি-ইউনিট ও সিঙ্গেল ডিটাচড ইউনিট উভয়ের নির্মাণকাজই এ সময় কমেছে। গ্রামাঞ্চলে বাড়ি নির্মাণকাজ শুরুর বার্ষিক হার ১৪ হাজার ৮৩৫ ইউনিট।

 

- Advertisement -

Related Articles

Latest Articles