10.3 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

টয়োটা কানাডার ২৮ হাজার গাড়ি প্রত্যাহার

টয়োটা কানাডার ২৮ হাজার গাড়ি প্রত্যাহার
ট্রান্সমিশন সমস্যার কারণে ২৮ হাজারের বেশি টয়োটা কার প্রত্যাহার করা হয়েছে

ট্রান্সমিশন সমস্যার কারণে ২৮ হাজারের বেশি টয়োটা কার প্রত্যাহার করা হয়েছে। এই সমস্যা দুর্ঘটনার কারণ হতে পারে বলে জানিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

টয়োটা কানাডা বলেছে, ২০২৩-২৪ মডেল-ইয়ারের টয়োটা টুন্ড্রা, সেকুইয়া ও লেক্সাস এলএক্স ৬০০ গাড়ি সারা দেশ থেকে প্রত্যাহার করা হচ্ছে। গাড়ি নিউট্রাল অবস্থায় থাকলে ট্রান্সমিশনের কিছু পার্টস তৎক্ষণাৎ কাজ করা বন্ধ নাও করতে পারে, যা গাড়িকে সচল রাখে। সমান রাস্তায় কম গতিতে চলার সময় গাড়িটি ঝুঁকিতে পড়তে পারে এবং ব্রেক কাজ নাও করতে পারে।

- Advertisement -

গাড়ি নির্মাতা কোম্পানিটি গ্রাহকদের সফটওয়্যার হালনাগাদের জন্য গাড়িগুলো টয়োটা ও লেক্সাস ডিলারদের কাছে দেওয়ার অনুরোধ জানিয়েছে। কোনো ধরনের খরচ ছাড়াই সফটওয়্যার হালনাগাদ করে দেওয়া হবে। এসব গাড়ির মালিকদের এপ্রিলের শেষ দিকে জানানো হবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles