6.6 C
Toronto
রবিবার, এপ্রিল ২১, ২০২৪

বিয়ে সারলেন অস্ট্রেলিয়ার সমকামী পররাষ্ট্রমন্ত্রী

বিয়ে সারলেন অস্ট্রেলিয়ার সমকামী পররাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াশেকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি দেশটির প্রথম সমকামী নারী সংসদ সদস্য। এ ছাড়া ওং প্রথম এশীয় বংশোদ্ভূত ব্যক্তি, যিনি অস্ট্রেলিয়ান মন্ত্রিসভার সদস্য পদে অধিষ্ঠিত হয়েছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেইডেতে এই জুটি বিয়ে করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একটি বিয়ের ছবি প্রকাশ করেছেন। সেখানে বিয়ের পোশাক এবং ফুলের তোড়া হাতে নিয়ে তাদের ছবির তোলার জন্য পোজ দিতে দেখা যায়। ছবিটি পোস্ট করে ওং লেখেন, ‘আমাদের অনেক পরিবার এবং বন্ধুরা আমাদের সঙ্গে এ বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরেছে বলে আমরা আনন্দিত।’

- Advertisement -

পেনির (৫৫) থেকে সাত বছরের ছোট সোফি।

পেনি এবং সোফি প্রায় দুই দশক ধরে একসঙ্গে রয়েছেন। তাদের দুই মেয়ে- অ্যালকজান্দ্রা (১১) এবং হানা (৮)। আইভিএফ পদ্ধতির মাধ্যমে জন্ম হয়। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ে বৈধ করা হয়।

সমকামীদের বিয়ের দাবিতে আন্দোলনেও যুক্ত ছিলেন পেনি।

সূত্র : আলজাজিরা

- Advertisement -

Related Articles

Latest Articles