13 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ওয়াইফাইর পাসওয়ার্ড নিয়ে রুমিনকে আইনমন্ত্রীর খোঁচা: হাসলেন এমপিরা

ওয়াইফাইর পাসওয়ার্ড নিয়ে রুমিনকে আইনমন্ত্রীর খোঁচা: হাসলেন এমপিরা - the Bengali Times
ছবি সংগ্রহ

জাতীয় সংসদের কক্ষে ওয়াইফাই ব্যবহার নিয়ে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে খোঁচা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, ‘ওয়াইফাইয়ের কোড (পাসওয়ার্ড) জয় বাংলা, তাই বোধহয় উনি ব্যবহার করবেন না।’

তার এ কথায় সরকারি দলের এমপিরা হেসে ওঠেন।

- Advertisement -

মঙ্গলবার জাতীয় সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের আলোচনার সময় এ ঘটনা ঘটে।

বিলটির আলোচনায় অংশ নিয়ে রুমিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান।

তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকার খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে।

রুমিনের পর দুজন এমপি বক্তব্য দেন। তারপর সাংসদের বক্তব্যের জবাব দিতে ওঠেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় সংসদকক্ষে ছিলেন না রুমিন।

রুমিনের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘উনি চলে গেছেন। আমার বক্তব্য ওনার শোনার দরকার নাই। ওনার বক্তব্য আমার কানে ঢুকিয়ে উনি চলে গেছেন।’

কিছু সময় পর বিলটির সংশোধনী প্রস্তাব উত্থাপন করতে গিয়ে রুমিন আইনমন্ত্রীর কথার জবাব দেন।

তিনি বলেন, ‘থ্রি–জি, ফোর–জি, ফাইভ–জির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’

রুমিন জানান, তিনি ফৌজদারি কার্যবিধি ফোনে দেখতে চেয়েছিলেন। কিন্তু সংসদকক্ষে নেটওয়ার্ক না থাকায় তা দেখা যাচ্ছিল না। এ কারণে তিনি বাইরে গিয়েছিলেন।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিনকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন।

স্পিকার বলেন, ‘ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করুন। এখানে ওয়াইফাই থাকার কথা।’

পরে আইনমন্ত্রী বক্তব্য দিতে ওঠেন।

তিনি রুমিনের উদ্দেশে অনেকটা হাস্যরস করে বলেন, ‘ওয়াইফাইয়ের কোড ‘জয় বাংলা’। এ জন্য উনি (রুমিন) তা ব্যবহার করবেন না ।’

আইনমন্ত্রীর এ কথায় সরকারদলীয় সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পরে আইনমন্ত্রী নিজের ফোনে ফৌজদারি কার্যবিধি বের করে তা পড়ে শোনান।

- Advertisement -

Related Articles

Latest Articles