13.9 C
Toronto
শুক্রবার, মে ১৭, ২০২৪

দুই কর্মকর্তার ‘দুর্ব্যবহারে অতিষ্ঠ’ মন্ত্রিপরিষদ বিভাগের কর্মচারীরা

দুই কর্মকর্তার ‘দুর্ব্যবহারে অতিষ্ঠ’ মন্ত্রিপরিষদ বিভাগের কর্মচারীরা

মন্ত্রিপরিষদ বিভাগের এক অতিরিক্ত সচিব ও এক যুগ্ম সচিবের বিরুদ্ধে অসদাচরণের লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিভাগের কর্মচারীরা।

- Advertisement -

২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বরাবর লিখিত অভিযোগ করেন তারা।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সই করা লিখিত অভিযোগে বলা হয়, ‘দুই কর্মকর্তার কারণে সংশ্লিষ্টদের কর্মপরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। তাদের অগ্রহণযোগ্য আচরণ কর্মচারীদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলছে।’

এতে আরও বলা হয়, ওই দুই কর্মকর্তা তাদের অধীনস্থদের প্রতি রূঢ় আচরণ করেন। দীর্ঘদিন ধরে নানান অগ্রহণযোগ্য আচরণ করলেও, বর্তমানে তাদের এমন আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাদের রূঢ় আচরণের ফলে কর্মচারীরা আতঙ্কে দিন পার করছেন। যা দিনে দিনে তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে।

অভিযুক্ত অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন ও যুগ্ম সচিব ইয়াসমিন বেগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবের কাছে অভিযোগ জমা পড়েছে বলে তাদের জানা নেই।

সূত্র : সময় নিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles