2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

৯/১১ এর পর কানাডিয়ান গোয়েন্দাদের সবচেয়ে বড় বাধা কোভিড-১৯

 

 

- Advertisement -

৯/১১ এর পর কানাডিয়ান গোয়েন্দাদের সবচেয়ে বড় বাধা কোভিড-১৯ - the Bengali Times

কানাডিয়ান গোয়েন্দা সংস্থাগুলোকে ৯/১১ এর পর নিঃসন্দেহে সবচেয়ে বেশি বেগ দিয়েছে কোভিড-১৯ মহামারি। দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা এমনটাই।

কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের উপপরিচালক ট্রিসিয়া গেডেস বুধবার বলেন, মহামারি নির্দিষ্ট কিছু জাতীয় নিরাপত্তাকে হুমকিকে বাড়িয়ে দিয়েছে। একইভাবে কানাডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর কাজকে আরও জটিল করে তুলেছে।
গেডেস বলেন, ৯/১১ এর পর এটাই সম্ভবত সবচেয়ে বেশি বিঘœ সৃষ্টিকারী ঘটনা। আমি মনে করি এটা নিয়ে ভাবার এটাই সর্বোত্তম সময়। সঠিক পদ্ধতিটি আমরা কিভাবে গড়ে তুলবো তা নিয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়টি আমাদের বুঝিয়ে দিয়েছে মহামারি। সার্বিক দৃষ্টিকোণ থেকে বিষয়টির দিকে দৃষ্টি দেওয়ার সুযোগও এনে দিয়েছে এ মহামারি। বড় ধরনের কিছু বিনিয়োগের প্রয়োজন হতে পারে আমাদের।

মহামারি নতুন নতুন ঝুঁকি তৈরি করেছে এবং বিদ্যমান ঝুুঁকিগুলোর মাত্রা বাড়িয়ে দিয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই। কোভিড-১৯ গবেষণাকে লক্ষ্যবস্তুতে পরিণত করায় রাশিয়ার সমালোচনা করেছে কানাডা ও এর মিত্র গোয়েন্দা সংস্থাগুলো। সেই সঙ্গে দূর থেকে কাজ করার সময় সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করার ঝুঁকির কথাও স্মরণ করে দিয়েছে তারা। এছাড়া শত্রু দেশগুলো যে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি বাড়িয়ে দিয়েছে সে ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles