5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

১,৮০০ আদিবাসী শিশুর মৃত্যুর তালিকা দিচ্ছে অন্টারিও

১,৮০০ আদিবাসী শিশুর মৃত্যুর তালিকা দিচ্ছে অন্টারিও - the Bengali Times
অন্টারিও সরকারের রেকর্ড প্রকাশের এ প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে এনসিটিআর অন্য প্রদেশের প্রতি একই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা

প্রায় ১ হাজার ৮০০ আদিবাসী শিশুর মৃত্যুর রেকর্ড ন্যাশনাল সেন্টার অফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের (এনসিটিআর) কাছে দিতে যাচ্ছে অন্টারিও। ২০১৫ সালে কমিশন যেসব সুপারিশ করেছিল তার মধ্যে আবাসিক স্কুল ব্যবস্থার শিকার হয়ে যেসব আদিবাসী শিশু মারা গেছে তাদের রেকর্ডের বিষয়টিও ছিল।

অন্টারিও সরকারের রেকর্ড প্রকাশের এ প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে এনসিটিআর। অন্য প্রদেশের প্রতি একই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা। এক লিখিত বিবৃতিতে তারা বলেছে, আবাসিক স্কুল ব্যবস্থার কারণে মৃত্যুবরণকারী সব শিশুকে খুঁজে বের করতে ও তাদের সনাক্ত করতে মৃত্যুর নথি খুবই প্রয়োজন। যদিও কিছু প্রদেশ গুরুত্বপূর্ণ নথি বিনিময় নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

- Advertisement -

ভুক্তভোগীদের সাক্ষ্য সংরক্ষণ ও কমিশনের মাধ্যমে অন্যান্য বিষয় সংগ্রহ করার দায়িত্ব ন্যাশনাল সেন্টার ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ওপর দেওয়া হয়েছে। সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, কমিশনের সুপারিশ অনুযায়ী সব প্রদেশের কাছ থেকে মৃত্যুর তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে তারা। যদিও ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টার কাছ থেকে সব মৃত্যু সনদ তারা পেয়েছে। ইউকন ও নোভা স্কশিয়া থেকে কিছু নথিপত্রও পাওয়া গেছে।

অন্টারিওর রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, কমিশনের প্রতিবেদন প্রকাশের পর থেকে প্রদেশের পক্ষ থেকে তথ্য সংরক্ষণ ও তা মজুদের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রদেশের সব আদিবাসীর সঙ্গে আমরা যখন অর্থবহ একটি সম্প্রীতির চেষ্টা করছি ঠিক সেই সময় এ ধরনের রেকর্ড প্রকাশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

৭০ বছর ধরে প্রদশের সব মৃত্যু নিবন্ধন করছে সার্ভিস অন্টারিও। তারা বলছে, স্কুলগামী আদিবাসী শিশুদের মৃত্যু সনদের সন্ধান ২০১৬ সালের শেষ দিক থেকে শুরু হয়েছে। ১ হাজার ৮০০ এর মতো রেকর্ড প্রকাশের একটা লক্ষ্য সে সময় নির্ধারণ করা হয়।
নথি প্রকাশের অনুমতি সংক্রান্ত চুক্তি চুড়ান্ত হওয়ার পর রেকর্ডের ডিজিটাল কপি সেন্টার অফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে স্থানান্তর করা হবে।

ন্যাশনাল স্টুডেন্ট মেমোরিয়াল ৪ হাজার ১২৭ আদিবাসী শিশুর নাম উল্লেখ করেছে, যারা আবাসিক স্কুল থেকে আর ফেরেনি। হারিয়ে যাওয়া অন্য শিশুদের বিষয় নথিবদ্ধ করতে মৃত্যুর রেকর্ড ও তদন্ত প্রতিবেদন অত্যন্ত জরুরি বলে মনে করছে সেন্টার।

এদিকে ন্যাশনাল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এখন পর্যন্ত অন্টারিওর ১২টি স্থান চিহ্নিত করেছে, যেখানে আদিবাসী শিশুদের কবর থাকতে পারে। যদিও সংখ্যাটি বেশি হবে বলে মনে করছে প্রদেশ। স্কুলে ভর্তি হওয়া ৪২৬ জন শিশুর মৃত্যুর বিষয়টি সবার জানা থাকলেও নিখোঁজ শিশুদের সংখ্যাটি এখনও অজানাই রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles