2.1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

মহামারির কারণে কানাডায় ১৯ হাজার বাড়তি মৃত্যু

মহামারির কারণে কানাডায় ১৯ হাজার বাড়তি মৃত্যু - the Bengali Times
কানাডায় ধারণার চেয়ে ১৯ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা

কোভিড-১৯ মহামারির কারণে কানাডায় ধারণার চেয়ে ১৯ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। সংস্থাটির সাময়িক উপাত্ত অনুযায়ী, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ধারণার চেয়ে আরও ১৯ হাজার ৪৮৮ জন কানাডিয়ান প্রাণ হারিয়েছেন। মহামারি না আসলে যত সংখ্যক মৃত্যু হতো এটা তার চেয়ে ৫ দশমিক ২ শতাংশ বেশি।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, এই সময়কালে সরাসরি ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ২৫ হাজার ৪৬৫ জন। মহামারির কারণে চিকিৎসা পেতে বিলম্বিত হওয়ার কারণেও অনেকে মারা গেছেন। তবে জনস্বাস্থ্য বিধিবিধানের কারণে কিছু প্রাণ বেঁচেও গেছে। স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে গত বছর ইনফ্লুয়েঞ্জার প্রকোপ দেখা যায়নি।

- Advertisement -

তবে মহামারির প্রভাবে ঠিক কত মানুষের প্রাণ গেছে এটা তার সঠিক পরিসংখ্যান নয় এবং এ নিয়ে কাজ চলছে। আত্মহত্যার মতো বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত না হওয়ায় এ সংখ্যা প্রকৃত মৃত্যুর চেয়ে কম।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২০২০ সালের স্প্রিং ও অটামে। তবে ২০২১ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত বাড়তি তেমন মৃত্যু হয়নি। যদিও ওই সময় ৬ হাজার ২৫৫ কানাডিয়ান প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯।

কিছু প্রদেশ যেমন অন্টারিও, সাস্কেচুয়ান, আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়া এর মধ্যেও ব্যতিক্রম। ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টা তাপদাহের কারণে গ্রীষ্মে যে ধরনের মৃত্যু হয় তার চেয়ে বেশি মৃত্যু দেখেছে এবার। মহামারির কারণে বাড়তি কত মানুষ মারা গেছেন তার একটি ছবি নভেম্বরের শেষ দিকে প্রকাশ করবে স্ট্যাটিস্টিকস কানাডা।

- Advertisement -

Related Articles

Latest Articles