7.9 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আবাসিক স্কুলে কবর সন্ধানে বরাদ্দ নিয়ে সমালোচনা

আবাসিক স্কুলে কবর সন্ধানে বরাদ্দ নিয়ে সমালোচনা - the Bengali Times
অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড

আবাসিক স্কুলের কাছে কবরের সন্ধানে অন্টারিও সরকার যে তহবিলের প্রতিশ্রুতি দিয়েছে তার বরাদ্দ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আদিবাসী নেতারা। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন আবাসিক স্কুলের টিকে থাকা ব্যক্তিরাও।
প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকার অচিহ্নিত কবর সন্ধানে গত জুনে ১ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছিল। বৃহস্পতিবার আরও ১ কোটি ডলারের ঘোষণা দিয়েছে তারা। ঘোষণাটি আসে ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপসের একটি আবাসিক স্কুলের মাঠে ২১৫ শিশুর দেহাবশেষ পাওয়ার পর।

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন চিহ্নিত ১২টি স্থানের চেয়েও বেশি স্থানে অচিহ্নিত কবর থাকতে পারে বলে বিশ^াস অন্টারিওর। কমিশন আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের নিপীড়নসহ ৪ হাজারের বেশি আদিবাসী শিশুর মৃত্যু নথিভুক্ত করেছে।
অন্টারিওর ব্র্যান্টফোর্ডে মোহক ইনস্টিটিউটে ভর্তি হতে বাধ্য করা হয়েছিল ডারলেন লাফোরমে। ২ কোটি ডলারকে আদৌ পর্যাপ্ত মনে করছেন না তিনি। লাফোরমে বলেন, আমাদের চাহিদা নিয়ে কমিউনিটির সঙ্গে যে তারা আলোচনা করে না এটা তার আরেকটা প্রমাণ। এ কাজে ব্যয়ের মতো যথেষ্ট অর্থ রয়েছে।

- Advertisement -

আবাসিক স্কুল ব্যবস্থা থেকে বেঁচে ফেরা যেসব আদিবাসীদের নিয়ে প্রাদেশিক নিউ ডেমোক্র্যাট পার্টি শুক্রবার সংবাদ সম্মেলন করে লাফোরমে তাদের একজন। মোহক ইনস্টিটিউটের নিখোঁজ শিশুদের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে যে তদন্ত চলছে তার সঙ্গে আছেন তিনি। লাফোরমে শুক্রবার বলেন, প্রদেশের অর্থায়ন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে সিক্স নেশন্স অব দ্য গ্র্যান্ড রিভার ইলেক্টেড চিফ মার্ক হিল যে চিঠি লিখেছেন অন্টারিওর আদিবাসী বিষয়ক মন্ত্রী গ্রেগ বিকফোর্ড তার জবাব এখনও দেননি।

২৭ অক্টোবর প্রিমিয়ার ডগ ফোর্ডকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে মার্ক হিলস বলেন, সারভাইভরস সেক্রেটারিয়েটের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থায়নের বিষয়ে মন্ত্রণালয়ের যে দৃষ্টিভঙ্গি তা অপমানজনক। গ্রুপ আগামী তিন বছরের জন্য বার্ষিক ৩০ লাখ ডলার করে চেয়েছে। কিন্তু সাম্প্রতিক এক সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগামী তিন বছরে ৪ লাখ ডলারের বেশি দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, প্রদেশের ১৮টি আবাসিক স্কুলের সঙ্গে সম্পৃক্ত কমিউনিটিগুলোর মধ্যে এ তহবিলগুলো ভাগ করে দেওয়া হবে বলেও সারভাইভরস সেক্রেটারিয়েটকে জানানো হয়েছে। এটা ন্যায়সঙ্গত নয়। কারণ, ১৩৬ বছর ধরে কার্যক্রম পরিচালনাকারী মোহক ইনস্টিটিউট হচ্ছে কানাডার সবচেয়ে পুরনো স্কুল এবং সমগ্র কানাডা থেকে শিশুদের এখানে আনা হতো।

 

- Advertisement -

Related Articles

Latest Articles