18.5 C
Toronto
বুধবার, জুন ১২, ২০২৪

দীপিকার সেই দৃশ্য আর দেখা যাবে না

দীপিকার সেই দৃশ্য আর দেখা যাবে না
<br >সিনেমার দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড

‘পাঠান’ এর ‘বেশরম রং’ গানের তুমুল বিতর্কের পর গানটির কয়েকটি দৃশ্যে কাঁচি চালায় ভারতীয় সেন্সর বোর্ড। এবার ‘ফাইটার’-এও বেশ আবেদনময়ী রূপে দেখা যাওয়ায় এ সিনেমার দৃশ্যেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। খবর বলিউড হাঙ্গামার

কিছুদিন আগে ‘ফাইটার’ সিনেমার ‘ইশক জ্যায়সা কুচ’ গানটি মুক্তি পায়। গানটিতে বেশ আবেদনময়ী রূপে দেখা যায় দীপিকাকে।

- Advertisement -

বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘ফাইটার’ সিনেমার চারটি দৃশ্য সংশোধন করতে বলেছে সেন্সর বোর্ড। ছবিটির অন্তরঙ্গ কয়েকটি দৃশ্যে সংশোধন করতে বলেছে। এ ছাড়া বিভিন্ন ভাষায় ধূমপান–বিরোধী কড়া বার্তা দিতেও বলেছে সেন্সর বোর্ড।

গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি ২ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের হতে যাচ্ছে। ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘ফাইটার’।

অ্যারিয়াল অ্যাকশনধর্মী সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে।

- Advertisement -

Related Articles

Latest Articles