4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মোদির ৪ ঘণ্টার সফরের খরচ ২৩ কোটি!

 

মোদির ৪ ঘণ্টার সফরের খরচ ২৩ কোটি! - the Bengali Times
ফাইল ছবি

ভারতের আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে এক উৎসবের আয়োজন করা হয়েছে ভারতের মধ্যপ্রদেশে। সেখানে যোগ দিতেই ৪ ঘণ্টার মধ্যপ্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জানা গেছে যে, তার ৪ ঘণ্টার এ সফর আয়োজনে ২৩ কোটি রুপি খরচ করতে যাচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য সরকার। খবর এনডিটিভির।

- Advertisement -

আগামী ১৫ নভেম্বর ভূপালে অনুষ্ঠিত হবে ভারতের জাতীয় জনগৌরব দিবস। আদিবাসী স্বাধীনতাসংগ্রামী ভগবান বিরসা মুন্ডা ও অন্যান্য আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে উৎসব চলবে সপ্তাহজুড়ে। এ উপলক্ষে ১৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দিবসটির মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ভূপালের বিখ্যাত জামবোরি ময়দানে।

জানা গেছে, মোদির সফর ৪ ঘণ্টার হলেও তিনি মঞ্চে থাকবেন মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিট। তবে অবাক করা ব্যাপার হলো, সফরের বরাদ্দকৃত ২৩ কোটি রুপির ১৩ কোটিই খরচ হবে বিভিন্ন স্থান থেকে লোকজনকে জামবোরি ময়দানে আনা-নেয়া করতেই।

এনডিটিভি জানিয়েছে, উৎসবের দিন মধ্যপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে জামবোরি ময়দানে আসবেন অন্তত দুই লাখ আদিবাসী। এছাড়াও ৫২টি জেলা থেকে আসবেন আরও অসংখ্য মানুষ, এ উপলক্ষে জামবোরি ময়দান সাজানো হচ্ছে আদিবাসী কিংবদন্তি নেতাদের ছবি ও আদিবাসীদের শিল্পকর্ম দিয়ে। আয়োজন সফল করতে গত এক সপ্তাহ ধরে কাজ করে যাচ্ছেন ৩০০’র বেশি কর্মী। ময়দানে গড়ে তোলা হয়েছে বিশাল সব প্যান্ডেল।

অনুষ্ঠানে আমন্ত্রিতদের থাকা-খাওয়া ও যাতায়াতের জন্য খরচ ধরা হয়েছে ১২ কোটি রুপির বেশি। আর পাঁচটি গম্বুজ নির্মাণ, তাঁবু, সাজসজ্জা ও প্রচারের জন্য ব্যয় হচ্ছে ৯ কোটি রুপিরও বেশি অর্থ।

- Advertisement -

Related Articles

Latest Articles