20.9 C
Toronto
শনিবার, জুন ২২, ২০২৪

আলোচনায় ভারতীয় মন্ত্রী স্মৃতি ইরানির মদিনা সফর

আলোচনায় ভারতীয় মন্ত্রী স্মৃতি ইরানির মদিনা সফর

সৌদি আরবের জেদ্দায় তৃতীয় হজ ও ওমরাহ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও বর্তমানে দেশটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। তার এ সফরটি বেশ আলোচিত হচ্ছে।

- Advertisement -

হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মদিনাতেও যান স্মৃতি ইরানি। ঘুরে দেখেন একাধিক ঐতিহাসিক স্থান।

এ নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে লেখা হয়েছে— স্মৃতি ইরানি মসজিদ-এ-নববী, জাবাল-ই-উহুদ এবং মুসলিমদের প্রধান ইবাদতখানা হিসেবে পরিচিত মসজিদ এ-কাবা পরিদর্শন করেছেন।

আলোচনায় ভারতীয় মন্ত্রী স্মৃতি ইরানির মদিনা সফর

সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষের ওয়েবসাইট ‘ভিজিট সৌদি’র তথ্য অনুযায়ী, কোনো অমুসলিম মক্কা এবং মদিনার পবিত্র মসজিদে (মসজিদ-এ-নববী এবং মসজিদ আল-হারাম) প্রবেশ করতে পারে না। কিন্তু এসব মসজিদের আশপাশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলো সবার জন্য উন্মুক্ত।

ভারতের সংবাদমাধ্যমগুলোতে এ সফরকে ঐতিহাসিক সফর বলে উল্লেখ করা হচ্ছে। দূরদর্শনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথমবারের মতো একটি অমুসলিম প্রতিনিধিদলকে মদিনায় স্বাগত জানানো হয়েছে। এটা ভারত ও সৌদি আরবের মধ্যে অসাধারণ সম্পর্কের প্রতিফলন।

সোশ্যাল মিডিয়ায় মদিনা সফরের বিভিন্ন মুহূর্তের কোলাজ পোস্ট করে স্মৃতি লিখেছেন, ইসলামের অন্যতম পবিত্র শহর মদিনায় ঐতিহাসিক যাত্রা করলাম।

- Advertisement -

Related Articles

Latest Articles