16.5 C
Toronto
বুধবার, মে ১৫, ২০২৪

ভয়ে আছি, একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কিনা!, জি এম কাদের

ভয়ে আছি, একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কিনা!, জি এম কাদের
<br >জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদের ছবি ভিডিও থেকে নেওয়া

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কিনা! আমরা যেহেতু নির্বাচনে এসেছি বর্জন করা সুযোগ নেই। নির্বাচনের পরে ফলাফল দেখে পরবর্তি কর্মসূচি নিতে হবে।’

আজ রবিবার রংপুরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

তিনি বলেন, ‘এখন পর্যন্ত রংপুরের অবস্থা ভালো। শীতের সকাল। তারপরও খুবই শান্তিপূর্ণ পরিবেশ, ভোটারদের উপস্থিতিও স্বাভাবিক। সামনে আরও বাড়বে আশা করছি।’

জাপার চেয়ারম্যান বলেন, ‘মাত্র এক ঘণ্টা সময় হয়েছে। এখনই হতাশ হওয়ার মত সময় আসেনি। তবে লক্ষণ ভালো দেখছি না। কিছু কিছু জায়গায় খবর পেয়েছি আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।’

জানা গেছে, রংপুর-৩ আসনের ভোটার না হওয়ায় সেখানকার প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন তিনি নিজ আসনে ভোটের পরিস্থিতি ঘুরে দেখছেন এবং রংপুর থেকেই সারাদেশের ভোট পর্যবেক্ষণ করছেন। তবে তিনি নিজেকে ভোট দিতে পারেননি। কারণ তিনি রংপুরের ভোটার নন। তিনি ঢাকার ভোটার।

- Advertisement -

Related Articles

Latest Articles