18.5 C
Toronto
বুধবার, জুন ১২, ২০২৪

টলিউডে বিয়ের মৌসুম, এবার বিয়ে করছেন এই অভিনেত্রী

টলিউডে বিয়ের মৌসুম, এবার বিয়ে করছেন এই অভিনেত্রী
<br >সন্দীপ্তা সেন

টালিগঞ্জে যেন বিয়ের মৌসুম চলছে। কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া। এরপরই বিয়ের খবরে শিরোনামে হন দর্শনা বণিক ও সৌরভ দাস। এবার শিরোনামে এলেন কলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। গত কয়েক বছর ধরে টেলিভিশনের বাইরে ওয়েব সিরিজেও বাজিমাত করে চলেছেন এই সুন্দরী।

অভিনেত্রী জানালেন, বাগদান সেরেছেন তিনি। এবার বিয়ের পিঁড়িতে বসার পালা। পাত্র সৌম্য মুখোপাধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র উচ্চপদস্থ কর্মী। চার দিন আগেই বাগদান পর্ব সেরেছেন সন্দীপ্তা-সৌম্য।

- Advertisement -

আগামীকাল বৃহস্পতিবার বাইপাস সংলগ্ন একটি ব্যাঙ্কোয়েটে বসতে যাচ্ছে তাদের বিয়ের আসর।

প্রেমের সূত্রপাত প্রসঙ্গে সন্দীপ্তা জানালেন, দেখা হওয়ার অনেক মাস পরে বুঝতে পেরেছিলেন তারা পরস্পরকে পছন্দ করেন। সৌম্যই প্রথম জানিয়েছিলেন ভালোবাসার কথা। দীর্ঘ দিন তারা মোবাইল ফোনে কথা বলেই কাটিয়েছেন। কিন্তু সৌম্যর কোন গুণ দেখে বিয়ের সিদ্ধান্ত নিলেন সন্দীপ্তা?

জবাবে অভিনেত্রী বলেন, ওর (সৌম্য) সততা। মানুষটা যে ভালো সেটা ফুটে ওঠে ওর চোখে মুখে। এছাড়া সৌম্যর হাসিটা বেশ মিষ্টি। এদিকে প্রেমের আগে প্রথম দেখা করার জন্য বেশ অনেক দিন হবু স্বামীকে অপেক্ষা করিয়েছিলেন সন্দীপ্তা।

জানা গেছে, বিয়ের দিন ফুশিয়া বেনারসিতে সাজবেন সন্দীপ্তা।

- Advertisement -

Related Articles

Latest Articles