11.1 C
Toronto
শুক্রবার, মে ৩, ২০২৪

গভীর রাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গভীর রাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সংগৃহীত ছবি

দিনাজপুরের শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন বাসে আগুন ধরেছে। তবে গাড়ীতে কিভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারে নি। সোমবার দিবাগত রাত ২টায় মির্জাপুর এলাকায় অবস্থিত টার্মিনালে এই আগুনের ঘটনা ঘটে।

জানা গেছে, রংপুর-দিনাজপুর রুটে গেটলক বাস হিসেবে চলাচল করে এইচএপ্লাসওপি পরিবহনের বাসটি। সোমবার রাতে গাড়ীটি টার্মিনালে পার্কিং করে চালক চলে যায়। পরে রাত দেড়টা পর্যন্ত হেলপার অমল রায় গাড়িটি পরিষ্কার করে। পরে টার্মিনাল এলাকায় একটি হোটেলে খেতে চলে যায়। পরে গাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তাৎক্ষণিক কোতোয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -

বাসের হেলপার অমল রায় জানান, বাসের দরজা জানালা বন্দ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে যায়। সেখান থেকে আগুনের সংবাদ পেয়ে আসে এবং বাসে আগুন দেখতে পায়।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles