12.6 C
Toronto
রবিবার, মে ১৯, ২০২৪

ফিল্মমেকার হত্যাকান্ডে ব্যক্তি অভিযুক্ত

ফিল্মমেকার হত্যাকান্ডে ব্যক্তি অভিযুক্ত
ফিল্মমেকার রিয়াজ হাবিবের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৩৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সেকেন্ড ডিগ্রি মার্ডারে উন্নীত করা হয়েছে

ফিল্মমেকার রিয়াজ হাবিবের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৩৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সেকেন্ড-ডিগ্রি মার্ডারে উন্নীত করা হয়েছে। টরন্টো পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

হাবিবের মরদেহ গত ৮ জুন ৫৪ ইস্ট লিবার্টির একটি টাউনহাউসের গার্বেজ থেকে উদ্ধার করা হয়। নিখোঁজের কয়েকদিন পরই তার মরদেহটির সন্ধান মেলে। এ ঘটনায় টরন্টোর বাসিন্দা খোয়া ট্র্যানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মৃতহেদ অসম্মান ও বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়। গত ৪ নভেম্বর পুলিশ তার বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি মার্ডারের অভিযোগ আনে।

- Advertisement -

হাবিব এ সময় তার প্রথম ফিচার ফিল্ম ফ্যাট লেডি শ্রীরাচার পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করছিলেন। হাবিবকে একজন মেধাবি গল্পকার ও ফিল্মমেকার আখ্যায়িত করে কানাডিয়ান ফিল্ম সেন্টার এক বিবৃতিতে বলেছে, সিএফসি এবং কানাডার সৃষ্টিশীল কমিউনিটির জন্য এটা বড় ক্ষতি। অনেকই রিয়াজের অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করবে।

হাবিব ও ট্র্যানের মধ্যে কোনো সম্পর্ক থেকে থাকলে সেটা কী ধরনের সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি এ ঘটনার তদন্তকারীরা।

- Advertisement -

Related Articles

Latest Articles