17.3 C
Toronto
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

সাকিবকে নিয়ে বিশ্ব ক্রিকেটে নিন্দার ঝড়

সাকিবকে নিয়ে বিশ্ব ক্রিকেটে নিন্দার ঝড়
সাকিব আল হাসান অ্যাঞ্জেলো ম্যাথুস আইসিসি

বিশ্বকাপের চলমান ১৩তম আসরের ৩৮তম ম্যাচে মঙ্গলবার শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করেন সাকিব আল হাসান। যে কারণে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় বইছে।

আইসিসির নিয়মে টাইম আউট থাকলেও এতদিন এর প্রয়োগ হয়নি। গতকাল মঙ্গলবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অ্যাঞ্জেলো ম্যাথুস দুই মিনিটের মধ্যে বল খেলতে না পারায় সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ম্যাথুসকে আউট ঘোষণা করেন।

- Advertisement -

ম্যাথুস খানিকটা ধীরগতিতে ক্রিজে এসে স্ট্যান্স নিয়েছিলেন। সাকিব বল হাতে প্রস্তুত ছিলেন। ওই সময় ম্যাথুস তার হেলমেটে অসঙ্গতি অনুভব করেন। ড্রেসিংরুমে হেলমেট আনার ইঙ্গিত দেন। এতে দুই মিনিটের বেশি সময় চলে যায়। সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে আম্পায়ার আউট দেন। ম্যাথুস বারবার বোঝাচ্ছিলেন তিনি প্রস্তুত ছিলেন, হেলমেটের জন্যই এ বিলম্ব।

ম্যাথুস আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর কমেন্ট্রি বক্সে সমালোচনা করেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস ও শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার রাসেল আরনল্ড। তারা বলেছেন, ‘এ রকম অখেলোয়াড়িসুলভ আচরণ দেখেননি কখনো।’

ম্যাথুসকে টাইম আউট করায় সোশ্যাল মিডিয়ায় সাকিবকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে সাকিবের এমন আবেদনের বিরোধিতা করে লেখা হয়- ‘বেশ, এটি মোটেও শোভনীয় (কুল) নয়।’

ঢাকা লিগে আম্পায়ারের সিদ্ধান্ত মনপুত না হওয়ায় স্টাম্পে লাথি মারেন সাকিব। তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপ করে একজন লেখেন, ‘আপনি কি সিরিয়াসলি নিয়মের প্রতি যত্নশীল’

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ধারাভাষ্যকার মেলিন্ডা ফারেল, টাইমড আউট নিয়ে লেখেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমন আউট ক্রিকেট সৌন্দর্য্যের সঙ্গে যায় না।

বিতর্কিত আউট নিয়ে, ম্যাথুস বলেন, ‘আসলে আজকের আগ পর্যন্ত আমার সাকিবের প্রতি এবং বাংলাদেশ দলের প্রতি অনেক সম্মান ছিল। আমরা সবাই জেতার জন্যই খেলি। নিয়মে বলা আছে আমাকে ২ মিনিটের মধ্যে ক্রিজে যেতে হবে। আমার হেলমেট ভাঙার পরেও আরও ৫ সেকেন্ড সময় বাকি ছিল। এখন কি আমি হেলমেট ছাড়াই গার্ড নেব? আমার ১৫ বছরের ক্যারিয়ারে আমি কখনও একটি দলকে এতটা নিচে নামতে দেখিনি। আমি খুবই হতাশ।’

- Advertisement -

Related Articles

Latest Articles