-0.1 C
Toronto
বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩

হুমায়রা হিমুর বন্ধুকে খুঁজছে পুলিশ

হুমায়রা হিমুর বন্ধুকে খুঁজছে পুলিশ
অভিনেত্রী হুমায়রা হিমু ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে তাঁর এক বন্ধুকে খুঁজছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রীকে। সেখান থেকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

- Advertisement -

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাফি নামের এক বন্ধুর সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। কয়েক দিন ধরে হুমায়রা হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও চলছিল। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়েছেন বলে অভিযোগ স্বজনদের।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা বলেন, ‘নিজ কক্ষে ফ্যান লাগানোর হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অভিনেত্রী হুমায়রা হিমুকে পাওয়া যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘তার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। অভিনেত্রীর এক বন্ধুকে খুঁজছি আমরা। তাকে পেলে জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীর মৃত্যুর আসল কারণ কী।

- Advertisement -

Related Articles

Latest Articles