27.5 C
Toronto
মঙ্গলবার, জুন ১৮, ২০২৪

ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না : শ্রাবণ্য

ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না : শ্রাবণ্য
উপস্থাপক ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা

বর্তমান সময়ের ব্যস্ততম উপস্থাপক ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা। ইভেন্ট, টিভি উপস্থাপনায় নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেছেন তিনি। বিশেষ করে খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করে প্রশংসিত হয়েছেন শ্রাবণ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করলেও কখনো কোনো খেলোয়াড়ের প্রেমে পড়েননি তিনি। বরং খেলোয়াড়রা তার প্রেমে পড়েছেন।

- Advertisement -

শুধু তাই নয়, শ্রাবণ্যর দাবি- ক্রিকেটারদের স্ত্রীরা তাকে নিরাপদ মনে করেন না। কিন্তু কেন এমনটা মনে করেন এই উপস্থাপিকা?

শ্রাবণ্যর ভাষায়, ‘ক্রিকেটারদের মাঝে কার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব বলা যাবে না। কারণ ক্রিকেটারেরা আমাকে নিরাপদ মনে করে, কিন্তু ওদের স্ত্রীরা তো আমাকে নিরাপদ মনে করে না। এটাও তো মানতেই হবে, আমি নিঃসন্দেহে অনেক সুন্দরী। অনেকে এটা বলেও।’

শ্রাবণ্য আরও যোগ করেন, ‘আমার কিন্তু সাকিব আল হাসানের স্ত্রীর সঙ্গেও ভালো খাতির। সাকিবের মেয়ের জন্মদিনে তার স্ত্রী আমাকে আমন্ত্রণ করেছে। সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ রিয়াদকে আমি খুব পছন্দ করি। মুশফিক ও আমার ছেলের স্কুলও একই। ঢাকায় থাকলে আমাদের সঙ্গে স্কুলে প্রায়ই দেখা হয়।’

অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি শ্রাবণ্য তৌহিদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। পাশাপাশি শোবিজ অঙ্গনে যুক্ত আছেন ১০ বছর ধরে। কিন্তু এখন পর্যন্ত বড় পর্দায় কাজ করা হয়নি।

তবে সুযোগ পেলে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চান জানিয়ে তিনি বলেন, ‘শাকিব খানের সঙ্গে সবাই সিনেমা করতে চায়, আমিও করতে চাই। যদি স্ক্রিপ্ট পছন্দ হয় এবং দ্রুত লাইমলাইটে আসা যায়। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার তো শাকিব খানই আছে। এর বাইরে আরিফিন শুভ আর সিয়ামের সঙ্গেও অভিনয় করতে চাই।’

- Advertisement -

Related Articles

Latest Articles