4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

তিন কন্যার উপাখ্যান এবং কিছু কথা

তিন কন্যার উপাখ্যান এবং কিছু কথা - the Bengali Times
টরন্টোর একটি রঙ্গমঞ্চে ১২টি শো হলো ‘তিন কন্যার উপাখ্যান’ নাটকটির। একটি শো’তে প্রবল বৃষ্টিবাদল ও করোনাভীতিকে উপেক্ষা ক’রে উপস্থিত হয়েছিলাম বন্ধু আহমেদ হোসেনের আমন্ত্রণে। আহমেদ হোসেন এই নাটকের নির্দেশক। স্বয়ং নির্দেশক আমন্ত্রণ জানিয়েছেন, তাই সব প্রতিকূলতাকে তুচ্ছ ক’রে গিয়েছিলাম নাটকটি দেখতে। দেখার পর মনে হলো, না আসলে মিস করতাম এমন একটি অনন্য নাট্য-নিবেদন।
তিন কন্যার উপাখ্যান এবং কিছু কথা - the Bengali Times
‘তিন কন্যার উপাখ্যান’ নাটকটি ৩টি মনোলগধর্মী অনুনাটককে একসূত্রে গেঁথে উপস্থাপন করা হয়েছে। কিন্তু কখনোই মনে হয় না ৩টি ভিন্ন উপস্থাপনা প্রত্যক্ষ করছি। রিলে রেসের মতো একটি চরিত্র তার হাতের কাঠিটি যেন আরেকটি চরিত্রের হাতে দিয়ে চলে যাচ্ছে – এমনটাই মনে হয়। তিনটি চরিত্রের মধ্যে মিলও রয়েছে। প্রত্যেকেই বলছে তাদের মনোরাজ্যে ওঠা ঝড়ের কথা, বলছে তাদের দুঃখগাঁথা বিধুর এক কাব্যময় ভাষায়। সংলাপের এই কাব্যময়তা নাটকটিকে নিয়ে গেছে সুউচ্চ এক স্তরে।
এই নাটকের প্রথম কন্যার সংলাপ যেন কোনো ভাবগর্ভ কবিতার পঙক্তিমালা। তার হৃদয়জ অনুভূতির প্রকাশ কিছুটা জটিল। কিন্তু এই জটিলতা কাহিনির নিগুঢ় অর্থকে বুঝতে কখনোই বাঁধা হয়ে দাঁড়ায় না। দ্বিতীয় ও তৃতীয় কন্যার গল্প এগিয়ে চলে সরল একটি রেখাকে ধরে। তাদের জীবনের করুণগাঁথা শুনতে শুনতে কাহিনিকাব্যের স্বাদ পাওয়া যায়।
তিন কন্যার উপাখ্যান এবং কিছু কথা - the Bengali Times
‘তিন কন্যার উপাখ্যান’ নাটকের তিনটি চরিত্রে অভিনয় করেছেন ফারিহা রহমান, ফ্লোরা শুচি ও মুনিমা শারমিন। তাঁদের অনবদ্য অভিনয় নাটকটিতে যোগ করেছে অনন্য এক মাত্রা। শুধু সংলাপ উচ্চারণের নৈপুণ্য দিয়ে তাঁরা নাটকটিকে নিয়ে গেছেন অতি উন্নতমানের শিল্পের স্তরে। তাঁদের অভিনয় দেখে বুঝতে অসুবিধা হয়নি যে, একজন অভিনয়শিল্পীর কাছ থেকে কি ক’রে শ্রেষ্ঠ অভিনয় আদায় ক’রে নিতে হয়, নির্দেশক আহমেদ হোসেন তা জানেন। আহমেদ হোসেনের সাথে নাটকে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, তিনি অভিনয়শিল্পীর উপর জোর ক’রে কোনোকিছু চাপিয়ে দেন না, কৌশলে জাগিয়ে তোলেন শিল্পীর অন্তরস্থ অভিনয়-সত্তাকে Sky is the limit এই মাপকাঠিকে নির্ধারণ ক’রে দিয়ে।

অন্য থিয়েটার টরন্টো ও অন্যস্বর টরন্টো প্রযোজিত এই অসাধারণ কথানাট্য রচনা করেছেন শামীম আহসান, বিদ্যুৎ সরকার ও নির্দেশক আহমেদ হোসেন স্বয়ং। এমন রচনা আমাদের নাট্যসাহিত্যের অমূল্য সম্পদ হয়ে থাকবে। এই প্রযোজনার সাথে সংশ্লিষ্ট সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

- Advertisement -

টরন্টো, কানাডা
ছবি/ রনি মজুমদার

তিন কন্যার উপাখ্যান এবং কিছু কথা - the Bengali Times
শেখর গোমেজ
- Advertisement -

Related Articles

Latest Articles