2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিমানে বসে ভিডিও প্রকাশের ঘণ্টাখানেক পরই গায়িকার মৃত্যু

বিমানে বসে ভিডিও প্রকাশের ঘণ্টাখানেক পরই গায়িকার মৃত্যু - the Bengali Times
ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোনকা

 

বিমানে উঠার পর ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিরেন ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোনকা। এই ভিডিও পোস্টই তার শেষ ভিডিও হলো! ভিডিওটি পোস্ট করার ঘণ্টা খানেক পরই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি। তার ম্যানেজার, সহকারী, পাইলট এবং সহকারী পাইলটও নিহত হয়েছেন এই দুর্ঘটনায়।

- Advertisement -

বিবিসি জানায়, ২৬ বছর বয়সী গায়িকা মেরিলিয়া মেনডোনকা ছোট একটি বিমানে গানের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে তিনি ও তার সহযাত্রীরা প্রাণ হারাণ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।

ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য মেরিলিয়া মেনডোনকা জনপ্রিয় ছিলেন। কিশোর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। ২০১৬ সালে জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন।

করোনাভাইরাস মহামারির কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে তিনি অনলাইনে গান গাওয়া শুরু করেন। তার গান ইউটিউবে একসঙ্গে লাইভে দেখেন ৩০ লাখ ৩০ হাজার দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যাদের, তার মধ্যে তিনি অন্যতম। সূত্র: বিবিসি

- Advertisement -

Related Articles

Latest Articles