15.7 C
Toronto
শুক্রবার, মে ১৭, ২০২৪

মনে পড়ে

মনে পড়ে
তাসরীনা শিখা

মনে পড়ে , এখন শুধু মনে পড়ে ।
কতো কথা মনে পড়ে ,
হারিয়ে যাওয়া দিন মনে পড়ে ।
মনে পড়ে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, এন এক্স বিল্ডিং এর সিঁড়িতে বসে আড্ডা ।
মনে পড়ে হলের সামনে দাঁড়িয়ে চটপটি খাওয়া।
মনে পড়ে চার তালায় ছুটে ক্লাস করতে যাওয়া ,
ছুটে নেমে আসা ।
সব কিছু মনে পরে।

মনে পরে কলেজ রেস্টুরেন্ট , চাইনিজ রেষ্টুরেন্ট ।
অর্থের অভাবে অল্প বাজেটে খাওয়া।
তবুও কিছুটা সময় কাটানো ।
মনে পরে মেডিকেল কলেজের রেষ্টুরেন্টে বিরিয়ানি খাওয়া,
পলাশী বাজারে টুকটাক কাঁচা বাজার করা বন্ধুদের সাথে।
আরো কতো কিছু মনে পড়ে ,

- Advertisement -

মনে পরে টুটুলের বাসা, মুকুলের হারিয়ে যাওয়া ,
মনে পড়ে গুলিস্তানের নাম ভুলে যাওয়া রেষ্টুরেন্টে কাবাব খাওয়া,
তারপর অর্ধেক মুভি দেখে বেড়িয়ে আসা।
আরো কতো শত কতো হাজার কথা আমার মনে পড়ে ।
জীবনটা এগিয়ে চলেছে নদীর মতো আপন মনে ।
চলতে চলতে হঠাৎ দেখি আমার ফেলে আসা দিনগুলো আমাকে জরিয়ে ধরেছে।
ওরা দলবেধে বলছে-

অতীত বড় বেশী কষ্টের একটা শব্দ,
আর স্মৃতি হলো কাঁদিয়ে ফেলার শব্দ ।
ভুলে যাও , ভুলে যাও , ভুলে যাবার মতো শান্তি কোথাও নেই।
বর্তমানেই শান্তি আর ভবিষ্যৎ অনিশ্চিত।
তবুও আমি বলি-

আমার মনে পড়ে, আমার সব কিছু মনে পড়ে ,
আমার অনেক কিছু মনে পড়ে ।
আমার মনে পরে আমার প্রিয় কুমিল্লার কথা,
আমার মনে পড়ে ধর্ম সাগর, রানীর দীঘি ।
মনে পড়ে শিশিরে ভেজা শিউলি ফুল।
মনে পরে বকুল ফুল কুড়ানো , মনে পড়ে লাল কৃষ্ণ চুড়া ।
আমার মনে পরে ঝাউতলা।
আমার মনে পড়ে সব কিছু,

মনে পড়ে প্রেম, ভালবাসা, মনে পড়ে সব কিছু হারিয়ে ফেলার দুঃখ ।
সব মনে পড়ার সাথে এটাও মনে পড়ে –
কোন এক সময় আমি তোমাদেরই ছিলাম।
১৩ ই অক্টােবর ,২০২৩
টরোন্ট ,ক্যানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles