15.7 C
Toronto
বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

মাস্টার মশাইদের শ্রীচরণে আমার নৈবেদ্য…

মাস্টার মশাইদের শ্রীচরণে আমার নৈবেদ্য...

আজকের দিনটা গুরুমশাইদের অর্থাৎ কিনা শিক্ষকদের।

- Advertisement -

০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক দিবসে আমি আমার (প্রাইমারী স্কুল, হাই স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ) জীবিত প্রয়াত সকল শিক্ষককে জানাই গভীর প্রণতি। তিন বছর আগে শিক্ষক বিষয়ক একটা ছড়া লিখেছিলাম।
আমার মাস্টার মশাইদের সম্মানে এবং বাংলাদেশের সকল সৎ ও ভালোমানুষ শিক্ষকের সম্মানে ছড়াটা এখানে তুলে দিচ্ছি।

এবং ছড়াটা উৎসর্গ করছি আমার বন্ধু চট্টগ্রাম হাজি মোহম্মদ মোহসিন কলেজের সাবেক অধ্যক্ষ কথাশিল্পী অঞ্জন নদীকে।

শিক্ষক শ্রীচরণ
লুৎফর রহমান রিটন
হাতে নিয়ে ডাস্টার আর শাদা চক
ক্লাশে এসে ঢুকতেন প্রিয় শিক্ষক।
জটিল অংক আর তার সমাধান
লিখতেন বোঝাতেন প্রতিটি বিধান।
কালো ‘ব্ল্যাক বোর্ডের’ কুচকুচে গা-য়
শাদা চকে লিখতেন শ্রীচরণ রায়।
পড়াতেন ‘নীতিকথা’ ‘দুর্নীতি রোধ’
অন্তরে জাগাতেন ন্যায় শুভ বোধ।
শেখাতেন মন্ত্রটা মানবিকতার
বলতেন নিতে হবে আগামীর ভার।
পড়াতেন বিজ্ঞান–পৃথিবীটা গোল
বোঝাতেন ইংরেজি সমাজ-ভূগোল।

দাগ টেনে বোঝাতেন বাতাসের বেগ
কোনটা বাস্তবতা কোনটা আবেগ
সত্য ও মিথ্যার দ্বন্দ্ব কোথায়
অশুভের হাত থেকে বাঁচার উপায়
বাংলার ব্যাকরণ প্রত্যয়-কাল
পদ্য ও কবিতায় ছন্দের চাল
সাধু আর চলিতের বিপুল তফাৎ
মিশ্রণ দূষণীয়। কোথা সংঘাত…
পড়াতেন ইতিহাস শাসকের দান
হত্যা ও লুন্ঠন ও দখলের গান
নিষ্ঠুর শাসকের হত্যার হাট
মোঘল আমল তার যতো সম্রাট…
পড়াতেন ধর্ম ও তার যতো মীথ
আগামীর ইঙ্গিতে মুখর অতীত
বিকশিত সভ্যতা মানুষের দায়
তাঁর ঋজু ভঙ্গির বলিষ্ঠতায়
ক্লাশরুম হয়ে যেতো আলোর কুসুম
কখন কি প্রয়োজন জাগরণ ও ঘুম
ছাত্রছাত্রীদের মনন মেধায়
তিনি আলো ফেলতেন কী দক্ষতায়!

বিনিময়ে সামান্য আয় হতো তাঁর
তাই দিয়ে বাঁচাতেন দারা পরিবার
দরিদ্র শিক্ষক মলিন পোশাক
ঠিকমতো জুটতো না ভাত-ডাল-শাক
আলোহীন। কুপি জ্বলা তাঁর সংসার
মুখ বুজে বয়ে চলা জীবনের ভার!
শিক্ষক শ্রীচরণ আর অনটন–
পায়ে পায়ে হেঁটেছিলো সারাটা জীবন…!

 

- Advertisement -

Related Articles

Latest Articles