15.7 C
Toronto
বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

খুফিয়ায় সমকামিতা, যা বললেন বাঁধন

খুফিয়ায় সমকামিতা, যা বললেন বাঁধন
আজমেরী হক বাঁধন

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজের ছবি ‘খুফিয়া’। ছবিটির কাহিনী এগিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক অফিসারকে ঘিরে, ভূমিকায় অভিনয় করেছেন টাবু। বাংলাদেশে অপারেশনে এসে তার পরিচয় ঘটে হিনা রহমানের সঙ্গে। আর এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

ছবিতে টাবু ও বাঁধনের অনস্ক্রিন কেমিস্ট্রি জমজমাট। এখানে বাঁধনকে দেখা গেছে সমকামী চরিত্রে। পর্দায় তাদের সমকামীতা নিয়ে ইতোমধ্যে একাংশ আলোচনা-সমালোচনা শুরু করে দিয়েছে। এ নিয়ে বেশ চর্চা হলেও বাঁধন এসব সমালোচনা তোয়াক্কা করছেন না। বলিউডে প্রথম ছবিতে স্বল্প স্ক্রিন উপস্থিতি থাকলেও বাঁধনের অভিনয় সমাদৃত হচ্ছে বলে জানান অভিনেত্রী।

- Advertisement -

বাঁধন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিশাল ভরদ্বাজ আমাকে আগেই বলেছিলেন, এই ছবিতে একটা সমকামিতার বিষয় রয়েছে। কোনও সমস্যা হবে কিনা জানতে চেয়েছিলেন। কিন্তু আমার কাছে বলিউডে অভিনয়, বিশাল ও টাবুর সঙ্গে কাজ করার সুযোগটাই বড় মনে হয়েছে।’

তার কথায়, ‘আমি জানি কেউ কেউ বলাবলি করবে। সমাজের কিছু লোক সংকীর্ণ মনের। কিন্তু এটাও ঠিক বাংলাদেশ সবাইকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়ে রেখেছে।’

বাঁধন আরও বলেন, ‘আমার বয়স এখন চল্লিশ। ৩৫ বছর বয়সে জীবন নতুন করে শুরু করেছি। তার আগে একটা বাঁধন ছিল, তারপরেও একজন বাঁধন রয়েছে। আগে পরিবার, বন্ধু, সমাজের জন্য বাঁধন বেঁচেছে। এখন বাঁধন বাঁচে নিজের জন্য। কোনও শিকল নেই তার।’

বিশাল ভরদ্বাজ এই সিনেমাটিতে হিনা রহমান চরিত্রের জন্য মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, নুসরাত ইমরোজ তিশাকে প্রস্তাব দেন। কিন্তু প্রত্যেকেই সেটি নাকচ করে দেন এই বলে যে ‘সিনেমাটিতে বাংলাদেশকে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে’। কেউ বিতর্কে জড়াতে চাননি। এরপর সেই প্রস্তাব বাঁধনকে দিলে তিনি তা লুফে নেন।

- Advertisement -

Related Articles

Latest Articles