17.2 C
Toronto
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

জন্মদিন নাকি বাসর উদযাপন, ফুলেল বিছানা নিয়ে কটাক্ষ অভিনেত্রীকে

জন্মদিন নাকি বাসর উদযাপন, ফুলেল বিছানা নিয়ে কটাক্ষ অভিনেত্রীকে
ছবি সংগৃহীত

বিছানা সাজানো ফুলের পাপড়িতে। চারদিক শুধু ফুল আর ফুল। আর মাঝখানে বসে ‘রাঙা বউ’ সিরিয়ালের ‘পাখি’ অর্থাৎ শ্রুতি দাস। গত ৩০ সেপ্টেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে আইনি ভাবে বিয়ের পর এটাই নায়িকার প্রথম জন্মদিন। ফলে তোড়জোড়ও ছিল তেমনই।

কেক, ফুল, খাওয়াদাওয়া— এক কথায় বলা যায়, এলাহি আয়োজন। যদিও জন্মদিনের সময় বেশি ছবি দেখা যায়নি। এখন ধীরে ধীরে ছবি পোস্ট করছেন অভিনেত্রী। ফুল দিয়ে সাজানো নায়িকার বিছানার ছবি দেখেই শুরু হয়েছে কটাক্ষ।

- Advertisement -

এর আগেও নানা কারণে নায়িকাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। প্রথম দিকে তার গায়ের রং নিয়েও বিস্তর সমালোচনা হয়। এবারও ছবি পোস্ট করার পর যেমন ইতিবাচক মন্তব্য এসেছে, তেমনই একের পর এক এসেছে নেতিবাচক মন্তব্যও।

শ্রুতির ছবিতে দু’জন মন্তব্য করেছেন, ‘এটা কি বাসরঘরের ছবি নাকি জন্মদিনের?’ আবার কেউ লিখেছেন, ‘আপনার আদিখ্যেতা যেন বেড়েই চলেছে।’ কারও কারও মন্তব্য, ‘ব্যক্তিগত ছবি তো নিজের কাছেই রাখতে পারেন। এমন সব ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করার কি কোনও মানে আছে?’ তবে, কাউকে কোনও উত্তর দেননি শ্রুতি।

কয়েক মাস আগে কাউকে কিছু না জানিয়ে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। তবে সামাজিক বিয়ে সারতে এখন অনেক দেরি। শোনা যাচ্ছে, দুই বছর পর সামাজিকভাবে বিয়ের পরিকল্পনা রয়েছে শ্রুতির।

- Advertisement -

Related Articles

Latest Articles