2 C
Toronto
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

মদিনায় নবীর রওজায় ছবি তোলাসহ যেসব কাজ নিষিদ্ধ করলো সৌদি সরকার

মদিনায় নবীর রওজায় ছবি তোলাসহ যেসব কাজ নিষিদ্ধ করলো সৌদি সরকার

সৌদি আরবের ঐতিহাসিক নগরী মদিনার মসজিদে নববির চত্বরে অবস্থিত মহানবী (সা.)- এর পবিত্র রওজা শরিফ বা সমাধিস্থল আল রাওদা আল শরিফা জিয়ারতের সময় মুসল্লিদের যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে— সে সম্পর্কিত নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব নারী ও পুরুষ যাত্রী আল রাওদা আল শরিফায় প্রবেশ করবেন, প্রবেশের পর অবশ্যই উচ্চকণ্ঠে কথা বলা থেকে বিরত থাকতে হবে তাদের, যতদূর সম্ভব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা-বার্তা বলতে হবে।

এছাড়া নবীর রওজা জিয়ারতের সময় সঙ্গে খাবার না রাখা এবং রওজার ছবি তোলা বা ভিডিও করা থেকেও বিরত থাকার পাশাপাশি প্রত্যেক যাত্রীর জন্য বরাদ্দ সময়ের অতিরিক্ত সময় রওজায় অবস্থান না করারও অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম ওমরাহর পালনের উদ্দেশে পবিত্র নগরী সৌদি আরবের মক্কায় আসেন। এ সময় তারা ওমরাহ পালনের পাশাপাশি নবীর রওজা জিয়ারত করতে মদিনায় যান।

এবছর ২৯ জুন ঈদুল আজহা শেষ হয়। এরপরই শুরু হয় ওমরাহ মৌসুম। এই মৌসুম থাকবে আগামী বছরের ঈদুল আজহার এক মাস আগ পর্যন্ত।

চলতি মৌসুমে ওমরাহ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ কোটি নারী ও পুরুষ যাত্রী মক্কায় আসবেন বলে আশা করছে সৌদি।

সূত্র: গাল্ফ নিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles