2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘অযোগ্য’ পাপন, ‘নির্লজ্জ’ ক্রিকেট বোর্ড: সাবের

 

‘অযোগ্য’ পাপন, ‘নির্লজ্জ’ ক্রিকেট বোর্ড: সাবের - the Bengali Times
সাবের হোসেন চৌধুরী-নাজমুল হাসান পাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এক রাশ হতাশা নিয়ে আজ দেশে ফিরলো জাতীয় ক্রিকেট দল। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে কোনমতে সুপার টুয়েলভে জায়গা করে নেন মাহমুদউল্লাহরা।

- Advertisement -

যদিও সুপার টুয়েলভে একটিও ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশে। গ্রুপের পাঁচটি ম্যাচেই হারের স্বাদ পায় টাইগাররা। শেষ ম্যাচে অজিদের বিপক্ষেও পাত্তা পায় নি বাংলাদেশ। একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিকদের।

এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ২ জয় ও ছয় হার নিয়ে টুর্নামেন্টের সবচেয়ে খারাপ পারফরম্যান্স বাংলাদেশের। বাংলাদেশ দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সে হতাশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘বাংলাদেশ পাপন সাহেবের অধীনে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে।’

সাবের তার টুইটের দ্বিতীয় অংশে লিখেছেন, ‘অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। এটা দুঃখজনক যে আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’

সাবের হোসেন চৌধুরী বিসিবির বোর্ড প্রধান ছিলেন ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত। তার সময়েই টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু, ক্রিকেটের নানা ইস্যুতে বোর্ডের বর্তমান প্রশাসনের সাথে তিক্ততায় জড়িয়েছিলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles