18.4 C
Toronto
রবিবার, মে ১৯, ২০২৪

রাজনীতিকে বিদায় জানালেন ইউরোপের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী

রাজনীতিকে বিদায় জানালেন ইউরোপের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী

রাজনীতিকে বিদায় জানিয়েছেন ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সানা মারিন। এখন লন্ডনের একটি অলাভজনক প্রতিষ্ঠানে যোগ দেবেন তিনি।

- Advertisement -

৩৭ বছর বয়সী মারিন ২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইউরোপের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি।

এ বছরের এপ্রিল পর্যন্ত পাঁচ-দলীয় কেন্দ্র-বাম শাসক জোটের নেতৃত্বে ছিলেন সানা মারিন। দক্ষ হাতে করোনা মহামারি মোকাবিলা করায় মন্ত্রিসভায় প্রশংসা কুড়ান তিনি। এছাড়া রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে সমর্থন দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসেন। তার দেশ ৩১তম সদস্য হিসেবে ন্যাটোর অন্তর্ভূক্ত হয়েছে, যা তিনি প্রত্যক্ষ করেছেন।

ফিনল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশনে সানা মারিন বলেছেন, আমার এখন অন্যত্র বিচরণ করার সময়। আমি এখন নতুন পদক্ষেপ নিতে আগ্রহী। কারণ, আমি বিশ্বাস করি এ পদক্ষেপ পুরো ফিনল্যান্ডবাসীকে উপকৃত করবে।

গত এপ্রিলে ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পরই ইউরোপের এ দেশটি ভয়ের মধ্যে ছিল। পরে তারা ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নেয়।

রাজনীতিকে বিদায় জানিয়ে এখন লন্ডনে টনি ব্লেয়ারের অলাভজনক প্রতিষ্ঠানে যোগ দেবেন সানা মারিন। সেখানে বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles