22.1 C
Toronto
রবিবার, মে ১৯, ২০২৪

দুই নারীকে ধর্ষণের দায়ে অভিনেতার ৩০ বছরের কারাদণ্ড

দুই নারীকে ধর্ষণের দায়ে অভিনেতার ৩০ বছরের কারাদণ্ড
ফাইল ছবিতে স্ত্রী বিজো ফিলিপসের সঙ্গে ড্যানি মাস্টারসন ডানে

দুই নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় হলিউড অভিনেতা ড্যানি মাস্টারসনকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ রায় দেন লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালত। খবর বিবিসির।

জানা গেছে, ২০০৩ সালে অভিনেতা তার হলিউড হিলসের বাড়িতে মাদকদ্রব্য সেবন করিয়ে ২৩ ও ২৮ বছরের দুই নারীকে ধর্ষণ করেন। তারা ড্যানির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। গত মে মাসের শুনানিতে আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়।

- Advertisement -

বিচারক শার্লাইন ওমেডোর রায়ের পর কারাগারে প্রেরণ করা হয়েছে অভিনেতাকে। এছাড়া ড্যানির সাবেক প্রেমিকাও অভিযোগ করেছিলেন ২০০১ সালে তাকে ধর্ষণ করেছেন ড্যানি। কিন্তু তার এই অভিযোগ প্রমাণিত হয়নি।

২০১১ সালে অভিনেত্রী বিজো ফিলিপসকে বিয়ে করেন ড্যানি। আদালতে উপস্থিত ছিলেন স্ত্রী বিজোও। রায়ের পর কান্নায় ভেঙে পরেন তিনি। কিন্ত পুরো শুনানিতে সম্পূর্ণ নীরব ছিলেন ড্যানি। তবে শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles