8.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

লকডাউনের কারণে কর্মী ছাঁটাই করছে হাডসন’স বে

লকডাউনের কারণে কর্মী ছাঁটাই করছে হাডসন’স বে
ছবি সিবিসির সৌজন্যে

কোম্পানির হাডসন’স বে কোম্পানি’র প্রায় অর্ধেক স্টোরই বর্তমানে বন্ধ রয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত লকডাউনের কারণে স্টোর খোলা রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ৬০০ কর্মীকে স্থায়ীভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

প্রতিষ্ঠানটির মুখপাত্র টিফানি বৌর বলেন, পরিস্থিতির কারণেই হাডসন’স বে কোম্পানিকে এই সমন্বয় করতে হচ্ছে। কঠিন এই সময়ে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের প্রতি স্বচ্ছ আচরণ ও সম্মান দেখানোর বিষয়ে কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ।

- Advertisement -

ছাঁটাই নিয়ে উদ্বিগ্ন হাডসন’স বে কোম্পানির ৪০ জনের মতো কর্মী তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান এমপ্লয়মেন্ট আইনজীবী লিওর স্যামফিরু। স্যামফিরু টুম্পার্কিন এলএলপির এই অংশীদার বলেন, কর্মীদের তথাকথিত ওয়ার্কিং নোটিশ পাঠানো হয়েছে, যার অর্থ হলো ছাঁটাইয়ের আগ পর্যন্ত তারা কাজ চালিয়ে যেতে পারবেন।

স্টোর যেহেতু বন্ধ তাই এ ধরনের নোটিশ অযৌক্তিক এবং হাডসন’স বে কোম্পানির উচিত নোটিশের পরিবর্তে কর্মীদের বেতন পরিশোধ করা।

- Advertisement -

Related Articles

Latest Articles