8.8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ক্যালগেরিতে থেরাপিউটিক্স কোম্পানির উদ্ভাবিত টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

ক্যালগেরিতে থেরাপিউটিক্স কোম্পানির উদ্ভাবিত টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু
ছবি সংগৃহীত

প্রথমবারের মতো কানাডার ক্যালগেরি প্রদেশের থেরাপিউটিক্স কোম্পানির উদ্ভাবিত করোনর টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। সংস্থার প্রধান নির্বাহী ব্র্যাড সোরেসন বলেন, প্রথমবারের মতো কানাডায় উদ্ভাবিত ও তৈরি করা টিকার তিনটি করে ডোজ টরোন্টোর এক ক্লিনিকে ৬০ জন স্বেচ্ছাসেবককে দেওয়া হয়েছে। থেরাপিউটিক্স কর্তৃপক্ষ বলছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে এ বছরের শেষের দিকে এ টিকার কয়েক মিলিয়ন ডোজ উৎপাদন শুরু হতে পারে।

এদিকে কানাডার বিভিন্ন প্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। যদিও সরকার কঠোরভাবে করোনা প্রতিরোধে দিকনির্দেশনা দিচ্ছে। পাশাপাশি করোনা ঠেকাতে নাগরিকদের ভ্যাকসিন দেওয়াও শুরু করেছে। এসবেরই মধ্যেই দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বিশ হাজার সাতশ ছাড়িয়ে গেছে। করোনা নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles