1.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কানাডায় নির্বাচনের ইঙ্গিত ট্রুডোর

কানাডায় নির্বাচনের ইঙ্গিত ট্রুডোর
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছবি বিবিসি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথমবারের মতো বলেছেন, কানাডায় এ বছর নির্বাচন হতে পারে। তার সরকার একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি। গত শুক্রবার একটি সংবাদ সংস্থাকে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, ট্রুডোর লিবারেল পার্টি শুধুমাত্র হাউস অফ কমন্সে সংখ্যালঘু আসন নিয়ন্ত্রণ করে। যার মানে হচ্ছে তার ক্ষমতায় থাকতে বিরোধী দলের সমর্থন প্রয়োজন। যদি তারা ট্রুডোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলে তাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব। ট্রুডো জানান, এই মুহূর্তে তার অগ্রাধিকার হচ্ছে করোনা মহামারি মোকাবিলা করা। তিনি জানান, কানাডিয়ানদের এ বছর ভোট দেওয়ার সম্ভাবনা আছে।

আগামী মাসগুলোতে জাতীয় ভোটের সম্ভাবনার বিষয়ে জানতে চাওয়া হলে মন্ট্রিলের চৌ ১৪৫০ এএম রেডিও স্টেশনকে তিনি বলেন, ‘অবশ্যই আমরা একটি সংখ্যালঘু সরকারে আছি, এবং এটি ভালো হতেও পারে।’

- Advertisement -

তিনি আরও বলেন, ‘একটি সরকার হিসেবে আমাদের অগ্রাধিকার হচ্ছে মানুষকে এই মহামারিতে সাহায্য করা। আমি আশা করি বিভিন্ন বিরোধী দল আমাদের সাহায্য করবে… এটা আমাদের স্বার্থে নয়, জনগণ চায় আমরা একসঙ্গে কাজ করে তাদের সাহায্য করি।’

- Advertisement -

Related Articles

Latest Articles